শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭, ০৩:১৪:২১

নাসা নির্মাণ করলো বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ

নাসা নির্মাণ করলো বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ

এক্সক্লুসিভ ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ এর নির্মাণ কাজ শেষ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

প্রায় দুই দশক ধরে টেলিস্কোপটির কাজ চলছিলো। টেলিস্কোপটির নাম রাখা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

সংবাদ সম্মেলনে নোবেল পুরস্কার বিজয়ী এবং ওয়েব এর সিনিয়র প্রকল্প বিজ্ঞানী জন মাথের বলেন, ‘আজ আমরা আমাদের টেলিস্কোপ নির্মাণ সমাপ্ত করেছে এবং প্রমাণ করতে যাচ্ছি এটা সঠিক ভাবে কাজ করছে।’

এর আগে ২৬ বছর ধরে সবচেয়ে বড় টেলিস্কোপ ছিলো হাবল স্পেস টেলিস্কোপ। জেমস ওয়েব হতে যাচ্ছে তারই উত্তরাসূরী।

মাথের বলেন, ‘এটা অনেক শক্তিশালী, এমনটি এটা হাবল টেলিস্কোপ থেকেও বেশি শক্তিশালী’

নাসার বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানায়, ২০১৮ সালের অক্টোবরে ফ্রান্সের গায়ানা থেকে একটি আরিয়ান-৫ রকেট এই টেলিস্কোপটি নিয়ে উৎক্ষেপিত হবে।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে