এক্সক্লুসিভ ডেস্ক : বিবাহবিচ্ছেদের পর স্বামীকে তার মোট বেতনের ২৫% দিতে হবে তালাক প্রাপ্ত সাবেক স্ত্রীকে। নির্দেশ সুপ্রিম কোর্টের। বিবাহ বিচ্ছিন্না মহিলার ভরণপোষণে ও সম্মান নিয়ে সমাজে বেঁচে থাকতে এই অর্থের পরিমাণই যথাযথ হবে বলে রায় দিয়েছে ভারতের শীর্ষ আদালত।
পশ্চিমবঙ্গের হুগলির এক ব্যক্তির সঙ্গে তার প্রাক্তন স্ত্রীর খোরপোশ সংক্রান্ত মামলা চলছিল ২০০৩ সাল থেকে। প্রথমে জেলা আদালত খোরপোশের পরিমাণ মাসে ৪,৫০০ টাকায় বেঁধে দিয়েছিল। এরপর ২০১৫ সালে কলকাতা হাইকোর্ট সেই খোরপোশের পরিমাণ বাড়িয়ে করে ১৬,০০০ টাকা। সেই সময় ওই ব্যক্তির বেতন ছিল ৬৩,৮৪২ টাকা। পরে তার বেতন বেড়ে ৯৫,৫২৭ টাকা হলে গত বছর হাইকোর্ট খোরপোশের পরিমাণ বাড়িয়ে করে দেয় ২৩,০০০ টাকা।
এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ওই ব্যক্তি। তার যুক্তি ছিল খোরপোশের এই পরিমাণ অত্যধিক। বিচারপতি আর ভানুমতী ও এমএম সান্তাগৌড়ার বেঞ্চ সেই মামলার শুনানিতে জানিয়েছে, 'স্বামীর মোট বেতনের ২৫% তার প্রাক্তন স্ত্রীর ভরণ-পোষণের জন্য যথাযথ। তাকে খোরপোশ হিসেবে যে টাকা দেওয়া হবে, তা তার সামাজিক স্টেটাস বজায় রাখতে যাতে সমর্থ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।'
কলকাতা হাইকোর্টের খোরপোশ বাড়ানোর রায়কে স্বাগত জানিয়েছে শীর্ষ আদালত। তবে, ওই ব্যক্তি ফের বিয়ে করেছেন ও তার দ্বিতীয় স্ত্রীর একটি সন্তানও রয়েছে। তার সংসার খরচের কথা মাথা রেখে খোরপোশের পরিমাণ ৩,০০০ টাকা কমানো হচ্ছে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই ব্যক্তির সাবেক স্ত্রী ও তার সন্তানের ভরণ-পোষণের জন্য ২০,০০০ টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
২১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি