শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ১১:২৯:৩৭

ঘোড়ায় চেপে বিয়ে করতে চললেন এই নারী!

ঘোড়ায় চেপে বিয়ে করতে চললেন এই নারী!

এক্সক্লুসিভ ডেস্ক: প্রচলিত প্রথা ভেঙ্গে ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলেন এক নারী। ঘটনা রাজস্থানের আলোয়ার জেলায়। ২৫ বছরের জিয়া শর্মা নিজেই ঘোড়ায় চেপে পাত্রের বাড়িতে বিয়ে করতে গেলেন। সেখানে পাত্রের পরিবার তাঁকে বরণ করে নিল।

ঘোড়ায় চেপে যখন জিয়া বিয়ে করতে যাচ্ছিলেন তখন তার বন্ধুরাও পিছনে নাচানাচি করছিল। দেশের যে স্থানে মহিলাদের স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ সেখানে এমন একটি ঘটনা নজির গড়ল। শুধু তাই নয় জিয়াকে দেখবে বলে রাস্তার দুপাশে মানুষের ভিড় উপচে পড়ছিল। এলাকার কিছু মানুষ আবার বাড়ির ছাদ থেকে দেখছিল এই বিরল ঘটনা।

জানা গেছে পাত্র পক্ষকে কোনরকম পণও দেননি জিয়া। বরং পাত্রের বাবা জিয়ার এই পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেছেন এই ধরনের ঘটনা, নারী পুরুষ সমান , এই বার্তাই দেবে।

পাত্রর পরিবারের কাছে প্রথম পাত্রীর মা ও কাকিমাই জানান, জিয়া পাত্রের বাড়ি ঘোড়ায় চেপে বিয়ে করতে যাবেন। পাত্রের পরিবারও সেই প্রস্তাব মেনে নেয়। জিয়ার স্বামী লোকেশ শর্মা গুড়গাঁওর একটি আন্তর্জাতিক সংস্থার ইঞ্জিনিয়ার। তিনিও জানিয়েছেন এটি একটি গর্বের বিষয়, লজ্জ্বার নয়।-কলকাতা টোয়েন্টিফোর
২২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে