হাঁটলেই চলবে আপনার সাইকেল!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  এক্সক্লুসিভ ডেস্ক : নানাজনের রয়েছে নানারকম সখ।  কেউ সাইকেলে খুশি আবার কেউ মোটরসাইকেলে খুশি।  আবার কারো নানা মডেলের গাড়ি হাঁকিয়েই সখ পূরণ।  কথায় আছে, ‘সখের দাম আশি তোলা’।
কিন্তু কখনো কি শুনেছেন না চালিয়েই চলে সাইকেল? না শুনলেও এবার শুনুন সেই কথা।  হ্যাঁ, এমনই দুর্দান্ত এক সাইকেল বাজারে এনেছে ‘লোপিফিট’, যেটার নাম ওয়াকিং বাইক।  
সাইকেলটি মূলত ই-বাইক।  এটাতে আছে ছোট্ট আকারের ট্রেডমিল।  এই ট্রেডমিলে আরোহী হাঁটতে শুরু করলেই চলতে শুরু করবে সাইকেলটি।  হাঁটার গতি যেমন হবে সাইকেলের গতিও তেমনি হবে।  কেউ যদি সাইকেলের গতি বাড়াতে চান তবে তাকে হাঁটার গতিও বাড়াতে হবে।    
ওয়াকিং সাইকেকের ট্রেড মিলের নিচে আছে সেন্সর।  আপনি যখন ট্রেড মিলের ওপরে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটতে শুরু করবেন অমনি সাইকেলটির ইলেকট্রিক ডিভাইসে সিগন্যাল পৌঁছে যাবে।  ফলে চালু হয়ে যাবে মোটর। 
এই মোটর আপনার হাঁটার গতি বজায় রাখবে।  আপনি যদি দাঁড়িয়ে থাকেন তবে চলতে থাকবে সাইকেলটি।  এজন্য আছে ফ্রি হুইল ফাংশন।  এটাকে থামাতে হলে ব্রেক কষতে হবে। 
বাজারে লোপিফিটের সাইকেলটি পাঁচটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে।  স্টিল ফ্রেমের সাইকেলটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি চড়তেও বেশ আরাম। আরোহীর উচ্চতা অনুযায়ী হাতল ছোট বড় করা যায়।  হাতলে আছে ছোট আকারের ডিসপ্লে।  যেখানে বাইকের গতি, ব্যাটারির চার্জের পরিমাণ জানা যাবে। 
সাইকেলটির বাজারমূল্য ১৮৯৯ ডলার।  বাংলাদেশি টাকায় মূল্য দাঁড়ায় ১ লাখ ৪৮ হাজার ৩৮ টাকা। 
২২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �