রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭, ০৮:৫৪:০০

স্কুলফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড, অতঃপর স্ত্রী; ক্রিকেটার রাহানের প্রেমকাহিনী

স্কুলফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড, অতঃপর স্ত্রী; ক্রিকেটার রাহানের প্রেমকাহিনী

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে এখন অন্যতম জনপ্রিয় মুখ অজিঙ্কা রাহানে। টিম ইন্ডিয়ার “মিস্টার ডিপেনডেবল” এই মুহূর্তে আইপিএলে পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলছেন। মঙ্গলবার তার স্ত্রী রাধিকার জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানান। দু’জনের ছোটোবেলার ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায়।

অজিঙ্কা-রাধিকার লাভস্টোরি অনেকটা রূপকথার গল্পের মতো। ২৯ বছর বয়সী অজিঙ্কার জন্ম ১৯৮৮ সালে ৬ জুন। অজিঙ্কার থেকে তিন বছরের ছোট রাধিকা। রাধিকার জন্ম ১১ এপ্রিল ১৯৯১ সালে। দুইজনে একই পাড়ায় থাকতেন। ছোটো থেকে দু’জন ভালো বন্ধু ছিলেন।

অজিঙ্কার বাবা বিদ্যুৎ দপ্তরে (The Brihanmumbai Electricity Supply and Transport) চাকরি করতেন, রাধিকার বাবা ছিলেন নেভি অফিসার। দুই পরিবারের মধ্যেও পরিচয় ছিল। অজিঙ্কা ও রাধিকার বন্ধুত্বের কথাও তারা জানতেন।

ধীরে ধীরে বন্ধুত্ব থেকে সম্পর্কটা পালটে যায়, বন্ধু থেকে অজিঙ্কার প্রেমিকা হয়ে ওঠেন রাধিকা। আজিঙ্কা ও রাধিকার এই সম্পর্ক অজানা ছিল না দুই পরিবারের কাছে। দু’পক্ষের সম্মতিতে ২০১৪ সালে ২৬ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়েন আজিঙ্কা ও রাধিকা।

মারাঠি রীতি মেনে তাদের লাভ কাম অ্যারেঞ্জড ম্যারেজ হয়। বিয়ের পর সোশাল মিডিয়ায় রাধিকাকে নিজের বেস্ট ফ্রেন্ড ও স্ত্রী বলে সম্বোধন করেছিলেন অজিঙ্কা। রাধিকা নাকি অজিঙ্কাকে ভালোবেসে জিনক্স (Jinx) বলে ডাকেন।  

২৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে