এক্সক্লুসিভ ডেস্ক: তিনি রূপের ঝড় তুলতেন প্লাস্টিক সার্জারি করে। বারবার প্লাস্টিক সার্জারি করিয়ে শরীরটা চূড়ান্ত অস্বাভাবিক করে তুলেছিলেন তিনি।
আর তার কারণেই শেষ পর্যন্ত অকালেই মৃত্যুবরণ করতে হল ইতালীয় বংশোদ্ভূত মডেল ক্রিস্টিয়ানা মার্তেলিকে। ইতালিতে 'মানুষরূপী পুতুল' বলা হতো এ মডেলকে।
টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, অল্পদিনের ব্যবধানে নাক, মুখ, বক্ষ, নিতম্বে ক্রিস্টিয়ানা একের পর এক অস্ত্রোপচার করান মার্তেলি। এবারেও তিনি নিতম্ব বৃদ্ধির জন্য আবার অপারেশন টেবিলে উঠেছিলেন। তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
ইনস্টাগ্রামে নিজের অসংখ্য ছবি নিয়মিত পোস্ট করতেন ক্রিস্টিয়ানা। নিজেই গর্ব করে বলতেন, ১৭ বছর বয়স থেকে শরীরে ১০০-র বেশি সার্জারি করিয়েছেন। নিজের ওয়েবসাইটে জানিয়েছিলেন, এই সার্জারিই তার নেশা ও শখ।
এর কারণও খুব স্পষ্ট। ক্রিস্টিয়ানা নিজেই জানান, নিজের শরীরকে অন্য মাত্রায় নিয়ে যেতে চান তিনি, আর এজন্য তার কোন আফশোস নেই।
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি