এক্সক্লুসিভ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজের কথা উঠলেই প্রথমেই মাথায় চলে আসে বিখ্যাত টাইটানিকের কথা। কিন্তু সেই টাইটানিক তো আর নেই। করুণ পরিণতি হয়েছে আইসবার্গে ধাক্কা খেয়ে। এরপরেও বড় জাহাজের নেশা যায়নি প্রকৌশলীদের মাথা থেকে। সেই আকাঙ্খা থেকেই নির্মিত হয়েছে 'দ্য রয়াল ক্যারিবিয়ানস হারমোনি অব দ্য সিস'। বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ এটি।
নামেই বড় জাহাজ তার আকৃতি যে দানবীয় হবে তাতে কোনো সন্দেহ নেই। এর দৈর্ঘ্য ১ হাজার ১৮৮ ফুট লম্বা, আর প্রস্থে ২১৫ দশমিক ৫ ফুট। জাহাজের ক্রুসহ মোট ৮ হাজার ৮৮০ জন যাত্রী ধারণ করতে পারে রয়াল ক্যারিবিয়ানস হারমোনি অব দ্য সিস'। ক্রু ছাড়া যার সংখ্যা ৬ হাজারেরও বেশি। এর কেবিনগুলো রাজকীয় সাইজের।
এ তো গেল আকার আকৃতির কথা। যাত্রীদের জন্য আরও সুযোগ সুবিধা আছে এতে। জাহাজটিতে রয়েছে ৪০টির মত রেস্টুরেন্ট ও বার। রয়েছে অ্যাকোয়া থিয়েটার স্পেস, অ্যাক্রোবেটিকস স্পেস। আর রয়েছে সময়ের সবচেয়ে জরুরি জিনিস 'ইন্টারনেট'। সমুদ্রে এটিই সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট যুক্ত জাহাজ। যেখানে যাত্রীরা অনায়াসেই ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন।
গত বছর ২৯ মে প্রথমবারের মত সফল সমুদ্র অভিযানে নামে জাহাজটি। ক্যারিবীয়ান অঞ্চলের নাসাউ থেকে বাহামাস দ্বীপপুঞ্জ পর্যন্ত এর রুট নির্ধারণ করা হয়েছে। রয়াল ক্যারিবিয়ান ক্রজ লিমিটেডের মালিকানায় পরিচালিত দানবীয় আকৃতির জাহাজটি নির্মাণ করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান সেন্টারিস দ্য আটলান্টিক।
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস