শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০৭:৫০:৩৫

সাবানে সাবধান, মাটিতে ভালো!

সাবানে সাবধান, মাটিতে ভালো!

এক্সক্লুসিভ ডেস্ক : রোজ গোসল করেন ভালো। গোসল করেন অনেকটা সময় ধরে। রোজ গায়ে দামি অথবা মাঝারি দামের সাবানও মাখেন। এটাও একটা গর্ব করার মত। সবার মাঝে ফলাও করে বলেন, আপনি কত পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? আপনি ভাবেন এর জন্য আপনার ত্বক কত ভালো থাকবে? আপনি কত সুন্দর এবং টানটান হয়ে থাকবেন অনেক বয়স পর্যন্ত! একদম ভুল ধারণা। ইউরোপের ডাক্তাররা কিন্তু একেবারে ভিন্ন সুরে কথা বলছেন। তাদের বক্তব্য, গোসল রোজ করছেন এটা খুবই ভালো। কিন্তু যে সাবান দিয়ে আপনি রোজ ঘসে ঘসে গা পরিষ্কার করছেন, চকচকে হচ্ছেন, সেটা কিন্তু মোটেই ভালো নয়। সাবান মানেই খার। সেটা কম মাত্রা অথবা বেশি মাত্রা হতে পারে। কিন্তু রোজ আপনার শরীরে খার গেলে তা আপনার শরীরকে মোটেই চিরকাল ভালো রাখবে না। যার সুফল আজ টের পাচ্ছেন, তার অনেক বেশি কুফল কাল টের পাবেন। তাদের পরামর্শ, গায়ে মাটি মাখুন। ত্বক আজও ভালো থাকবে। আগামীতেও ভালো থাকবে। মাটির থেকে ভালো গায়ে মাখার আর কিছু নেই। কিন্তু আপনি কি মানবেন? ২৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে