পাখির মত উড়তে পারবে মানুষ!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  এক্সক্লুসিভ ডেস্ক : আধুনিকতার ছোঁয়ায় নিত্যনতুন আবিষ্কার হচ্ছে।  এমন এমন কিছু আবিষ্কারের কথা শোনা যাচ্ছে যা শুনলে অবাক হওয়ারই কথা।  এমনি এক আবিষ্কার যা আপনাকে আকাশে উড়তে সহায়তা করবে। 
শহরের ওপর দিয়ে আপনি পাখির মত উড়ে বেড়াতে পারবেন।  বাস্তবে না হলেও ভার্চুয়াল জগতে মানুষকে তেমন অনুভূতির কাছে নিয়ে গেছেন সুইজারল্যান্ডের উদ্ভাবকরা।  তাদের বানানো বার্ড সিম্যুলেটর ব্যবহার করে যে কেউ পাখির মত উড়ার আনন্দ পেতে পারে।
ভার্চুয়াল দুনিয়ায় এক কিশোর উড়ে বেড়াচ্ছে নিউইয়র্ক শহরের ওপর দিয়ে।
বার্ডলি নামের এ প্রযুক্তি ব্যবহার করে যে কেউ সেই অনুভূতি পেতে পারে। হাত নাড়লে ভার্চুয়াল পাখির ডানাও নড়ে উঠবে।  পরিবর্তন করা যাবে দিক। 
বাতাসে ভর দিয়ে যাওয়া যাবে ওপরে বা নিচে।  জার্মানির কার্লশ্রুহে শহরের গ্লোবাল গেমস প্রদর্শনীর প্রধান আকর্ষণে পরিণত হয়েছে বার্ডলি।  প্রদর্শনীর কিউরেটর স্টেফান সুইঙ্গেলার বলেন, অনেক মানুষই পাখির মত উড়ে বেড়ানোর স্বপ্ন দেখেন।  আমিও তাদেরই একজন।  
তিনি বলেন, বার্ডলি ব্যবহার করে আপনি সেই স্বপ্নের কাছাকাছি যেতে পারেন।  আপনি শারীরিকভাবেই এটা অনুভব করবেন।  আপনার মস্তিষ্ক বুঝতেই পারবে না যে, এটা সত্যি নয়, ভার্চুয়াল।
২০১৪ সালে সুইজাল্যারল্যান্ডের একদল উদ্ভাবক বার্ডলি তৈরি করে।  বিভিন্ন শহরের ত্রিমাত্রিক চিত্র তৈরি করে দেয় যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান।  বর্তমানে প্রদর্শনীতে ওড়া যাচ্ছে কেবল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওপর দিয়ে।
বার্ডলিকে পরিচিত করে তুলতে আরো কয়েকটি দেশে প্রদর্শনীতে অংশ নেয়ার কথা ভাবছেন উদ্ভাবকরা।  এরপরই এটি বাজারজাত করার ইচ্ছা তাদের।
২৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �