বৃহস্পতিবার, ০৪ মে, ২০১৭, ১২:৫৪:১২

যে কারণে নতুন করে ৩০০০ লোক নিয়োগ দিলো ফেসবুক

যে কারণে নতুন করে ৩০০০ লোক নিয়োগ দিলো ফেসবুক

এক্সক্লুসিভ ডেস্ক : ফেসবুক কর্তৃপক্ষ অতিরিক্ত তিন হাজার জনবল নিয়োগ দিয়েছে। বুধবার নতুন নিয়োগপ্রাপ্তরা কাজে যোগ দিয়েছেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বরাত দিয়ে এএফপি একথা জানিয়েছেন।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত সহিংস কনটেন্ট বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়োগপ্রাপ্তরা ফেসবুক থেকে সহিংস কনটেন্টগুলো আপলোড হওয়া মাত্রই তা সরিয়ে ফেলবেন। যারা এমন কনটেন্ট পোস্ট করবেন, তাদের আইডি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। নির্দিষ্ট সময় পর তা আাবার ঠিক হয়ে যাবে।

জুকাবার্গ তার ফেসবুক পেজে বলেন, ‘একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের জন্য আমাদের দ্রত সাড়া দিতে হবে। ফেসবুক কখনো হত্যা বা আত্মহত্যার প্রচারের মাধ্যম হতে পারে না। এমনটা হলে তা দুঃখজনক’।

গত সপ্তাহে ২০ বছর বয়সী থাইল্যান্ডের এক নাগরিক তার মেয়েকে হত্যা করার দৃশ্য ফেসবুকে সরাসরি প্রচার করেন। যার কারণে ফেসবুক কর্তৃপক্ষকে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়। এই পরিপ্রেক্ষিতে আরো তিন হাজার লোকবল বাড়ায় ফেসবুক। প্রসঙ্গত্ ফেসবুক থেকে সহিংস কনটেন্ট সরানোর জন্য ১৫’শ লোক নিয়োজিত ছিলেন। এখন তা বেড়ে চার হাজার ৫’শ জনে দাঁড়িয়েছে। -এএফপি
৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে