শনিবার, ০৬ মে, ২০১৭, ১১:৫৯:৪৬

কেউ আবেদন না করলেও আমলা সকলকে জানালেন তিনি আউট হয়েছেন, ছাড়লেন মাঠ

কেউ আবেদন না করলেও আমলা সকলকে জানালেন তিনি আউট হয়েছেন, ছাড়লেন মাঠ

স্পোর্টস ডেস্ক : তিনি হাশিম আমলা। আরেকবার নিজেকে অসাধারণ প্রমান করলেন আফ্রিকান ব্যাটিং জিনিয়াস হাশিম আমলা। শুক্রবার ম্যাচে রয়েল চালেঞ্জ বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ক্যাচ আউট হন আমলা।

তবে এটা বোলার, কিপার বা আম্পায়ার কেউই বুঝতে পারেনি। আম্পয়ার আউট দেন নি, ফিল্ডাররা আবেদনও করেননি। কিন্তু দেখা গেলো তারপরেও মাঠ ছাড়লেন আমলা।

হাশিম আমলা বুঝতে পেরেছিলেন যে বল ব্যাটে লেগেছে, তাই আম্পায়ার, বোলার বা কিপারের কোনো সাড়া না থাকা দিলেও মাঠ ছাড়েন তিনি। আমলা নিজেই আম্পায়ার কে জানান যে তিনি আউট হয়েছেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে