রবিবার, ০৭ মে, ২০১৭, ০৭:০৩:৩৪

দুই প্রেমিকের ঝগড়ায় প্রেমিকার প্রাণ রক্ষা!

 দুই প্রেমিকের ঝগড়ায় প্রেমিকার প্রাণ রক্ষা!

এক্সক্লুসিভ ডেস্ক:  প্রেমিকাকে খুন করার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার সাবেক ও বর্তমান প্রেমিক। পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক প্রেমিক মৌসম ৬০ হাজার টাকার বিনিময়ে এই খুন করার সুপারি দেয় বর্তমান প্রেমিক চন্দন পাসোয়ানকে। খুন করার আগেই টাকা নিয়ে দুজনের মধ্যে বচসা ও ব্যপক মারামারি হয়। এরপর ভারতের আসানসোল উত্তর থানার পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

মৌসম ও চন্দনকে জেরা করে পুলিশ জানতে পারে তাদের দুজনের প্রেমিকা একজনই। দুই যুবকই তাদের প্রেমিকাকে খুনের পরিকল্পনা করেছিল। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের রবিবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে। যদিও আদালতে তারা অভিযোগ স্বীকার করেনি।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে