সোমবার, ০৮ মে, ২০১৭, ০৪:৩৯:০০

মুক্তির দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে যে ১০টি হিন্দি ছবি

মুক্তির দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে যে ১০টি হিন্দি ছবি

এক্সক্লুসিভ ডেস্ক : মুক্তির প্রথম দিনেই ‘বাহুবলী ২’ ১২১ কোটি টাকার ব্যবসা করেছে। ছবির হিন্দি ভার্সন থেকেই প্রথম দিন ৪১ কোটি টাকা সংগ্রহ হয়। বাকি ৮০ কোটি আসে তেলুগু, তামিল এবং মালয়ালম ভার্সন থেকে। আপাতত হাজার কোটির ব্যবসার ক্লাবে বাহুবলী দ্য কনক্লুশন। এক নজরে দেখে নিন মুক্তির দিনে বক্স অফিস কালেকশনের নিরিখ প্রথম দশটি হিন্দি ছবি কী কী।

হ্যাপি নিউ ইয়ার : মুক্তির পায় ২৪ অক্টোবর, ২০১৪ সালে। প্রথম দিনের ৪৪.৯৭ কোটি টাকা ব্যবসা করেছে শাহরুখ-দীপিকার এই সিনেমা।

বাহুবলী-২ : মুক্তি পেয়েছে ২৮ এপ্রিল, ২০১৭ সালে। প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ ৪১ কোটি টাকা (শুধুমাত্র হিন্দি ভার্সন-এর হিসেব)। আর সব ভার্সন মিলিয়ে ছবিটি প্রথম দিনে আয় করেছে ১২১ কোটি।

প্রেম রতন ধন পায়ো : মুক্তির তারিখ ১২ নভেম্বর ২০১৫ সালে। সালমান-সোনাম কাপুরের এই ছবি প্রথম দিনের আয় করেছে ৪০.৩৫ কোটি টাকা।

সুলতান : মুক্তির তারিখ ৬ জুলাই, ২০১৬ সাল। সালমান-অনুষ্কা অভিনীত ফার্স্ট ডে কালেকশন ৩৬.৫৪ কোটি টাকা।

ধুম থ্রি : মুক্তি পায় ২০ ডিসেম্বর ২০১৩ তারিখে। প্রথম দিন ৩৬.২২ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। ছবিটিতে অভিনয় করেছেন আমির খান, ক্যাটরিনা কাইফ ও অভিষেক বচ্চন।

চেন্নাই এক্সপ্রেস: শাহরুখ-দীপিকা অভিনীত এই ছবিটি রিলিজ করে ৯ আগস্ট ২০১৩ সালে। শুরুর দিনেই ঘরে তোলে ৩৩.১২ কোটি টাকা।

এক থা টাইগার : মুক্তি পায় ১৫ আগস্ট, ২০১২ সালে। সালমান-ক্যাটরিনা জুটির এই ছবিটি প্রথম দিনে ব্যবসা করে ৩২.৯৩ কোটি টাকা।

সিংহম রিটার্নস : অজয় দেবগন ও কারিনা কাপুরের এই ছবিটি মুক্তি পায় ১৫ আগস্ট, ২০১৪ সালে। ফার্স্ট ডে কালেকশন ৩২.০৯ কোটি টাকা।

দঙ্গল: রিসিজ করেছে ২৩ ডিসেম্বর ২০১৬ সালে। আমির খানের এই ছবির প্রথম দিনের আয় ২৯.৭৮ কোটি টাকা।

ব্যাং ব্যাং : হৃত্বিক রোশন ও ক্যাটরিনা অভিনীত এই ছবিটির মুক্তির তারিখ ২ অক্টোবর, ২০১৪। প্রথম দিনে ২৭.৫৪ কোটি টাকার বাণিজ্য দিয়েছে এই ছবি।
৮ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে