বুধবার, ১০ মে, ২০১৭, ০৫:০০:১২

হিন্দু-মুসলিম জুটির অন্যরকম বিয়ে!

হিন্দু-মুসলিম জুটির অন্যরকম বিয়ে!

এক্সক্লুসিভ ডেস্ক: বিয়ে মানে কেবল দুটো মানুষের বন্ধন নয়; বরং দুটো পরিবারের বন্ধনও বটে। ঠিক এমনটাই চেয়েছিলেন ভারতের জুনাইদ শেখ আর গরিমা যোশী। না আছে কোনো ছাদনাতলা, না আছে সাত পাকের বন্ধন। এমনকী কাজির সামনে বসে 'তিন কবুল' বলাও নেই। এই বন্ধন শুধুই মনের। যেখানে আজও ভিন্ন ধর্মে ভালবাসার 'অপরাধে' একঘরে হয়ে যায় দুটো পরিবার, কখনও কেড়ে নেওয়া হয় তাদের বাঁচার অধিকারও। সেই সমাজে দাঁড়িয়ে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করল জুনাইদ-গরিমার ভালবাসা।

দীর্ঘদিন ধরেই একে অপরকে চিনতেন তারা। জুনাইদ ইসলাম ধর্মাবলম্বী, আর গরিমা হিন্দু। কিন্তু ধর্মের জন্য পরিবারের পক্ষ থেকে কখনও কোনো বাধা আসেনি। খুব সহজেই তাদের গ্রহণ করেছিল দুই পরিবার। ফলে বিয়ের দিনটিতেও ধর্মকে দূরেই সরিয়ে রাখতে চেয়েছিলেন যুগল। তাই কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, দুই পরিবারের উপস্থিতিতে, দুই সংস্কৃতির মিশেলে ঘরোয়া অনুষ্ঠানে দুই হাত এক হয় জুনাইদ-গরিমার। তাদের বিয়ের ট্যাগ লাইন ছিল #ShaikhltWithJosh।

পার্টিতে ছিল স্পেশাল নাচ, গান, খাবার-দাবারের আয়োজন। পাশাপাশি দুর্দান্ত একটি ফটোগ্রাফি সেশনেরও আয়োজন করেছিলেন জুনাইদ-গরিমা। ফেসবুকে আপলোড করেছেন তাদের ওয়েডিং ভিডিওটি। ইতিমধ্যেই ৩৭ হাজার ছাড়িয়েছে সেই পোস্টটির ভিউয়ার সংখ্যা। অসহিষ্ণুতার সময়ে এটা এক অসাধারণ, অনন্য মানবিক সম্পর্কের দৃষ্টান্ত।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে