বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭, ১১:১১:৪২

ছবিটিতে লুকিয়ে রয়েছে এক মহিলা, দেখুন খুঁজে পান কি না

ছবিটিতে লুকিয়ে রয়েছে এক মহিলা, দেখুন খুঁজে পান কি না

এক্সক্লুসিভ ডেস্ক: জার্মান বডি পেন্টার এবং আর্টিস্ট জোর্গ ডস্টরওয়াল্ডের তোলা এই ছবিতে এক মহিলা লুকিয়ে রয়েছে। জোর্গ বিগত ২০ বছর ধরে এই আটওয়ার্ক সকলের সামনে তুলে ধরেছেন যেখানে কিছু লুকিয়ে থাকে।

জোর্গ এই ফটোটি তুলেছেন জার্মানীর লঞ্জেনফল্ডে। তিনি তাঁর এই প্রোজেক্টে প্রথমে মডেলের রঙ করেন। তারপর তাকে এমনভাবে লুকিয়ে ফটোটি তোলেন যেখানে সেই মডেলকে সহজে খুঁজে পাওয়া সম্ভব নয়।

জোর্গ বলেছেন, যে জায়গায় তিনি এই ফটোটি তোলেন সেই জায়গার রঙ অনুযায়ী মডেলকে রঙ করেন। জলবায়ু অনুযায়ী শরীরে রঙ করতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।

আপনি কি এখানে সেই লুকিয়ে থাকা মডেলকে খুঁজে পেয়েছেন। ভালো করে দেখলেই দেখতে পাবেন মডেলের হাত এবং পা।- ইন্টারনেট
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে