বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭, ০৬:৫৪:২৮

৬৭ বলে ২০০ রান! টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড

৬৭ বলে ২০০ রান! টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড

এক্সক্লুসিভ ডেস্ক: মাত্র ৬৭ বল। আর তাতেই দ্বিশতরান করে রেকর্ড বুকে নাম লিখে ফেললেন রুদ্র ধাণ্ডে। মাত্র ১৯ বছরের মুম্বইয়ের যুবককে নিয়ে জোর আলোচনা ভারতের ক্রিকেট মহলে।

মুম্বই বিশ্ববিদ্যালয়ের ইন্টার-কলেজ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে ২০০ করে নট আউট থাকেন রুদ্র। আবিস রিজভি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিজবি কলেজের হয়ে ব্যাটিং করছিলেন তরুণ ক্রিকেটার।

বিপক্ষের ডালমিয়া কলেজের বোলারদের শুরু থেকেই আক্রমণ করতে শুরু করেন তিনি। মাত্র ৩৯ বলে শতরান ছুঁয়ে ফেলেন রুদ্র। এরপর ৬৭ নম্বর বলে দ্বিশতরানও করে ফেলেন তিনি।

রুদ্র’র ব্যাটিংয়ে ভর করেই ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২২ রানের টার্গেট রাখে রিজভি কলেজ। নিজের গোটা ইনিংসে ২১টি চার ও ১৫টি ছক্কা হাঁকিয়েছেন রুদ্র। ম্যাচ শেষে রেকর্ড সৃষ্টি করা ব্যাটসম্যানের প্রতিক্রিয়া, ‘আমার কাছে কোনও শব্দ নেই। ভাবতেই পারছি না। তবে এটা আমার বাবা-মা’র বিবাহবার্ষিকীর উপহার।’

এই দ্বিশতরান ছাড়াও এর আগে টি২০ ক্রিকেটে ৫টি শতরানের মালিক রুদ্র। প্রিয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের মতোই ‘চালিয়ে খেলাই’ পছন্দ রুদ্র ধাণ্ডের।
১১ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে