শুক্রবার, ১২ মে, ২০১৭, ০৫:৩১:০৮

আব্রাম নাকি আরিয়ানের ছেলে! রটনা নিয়ে মুখ খুললেন শাহরুখ

আব্রাম নাকি আরিয়ানের ছেলে! রটনা নিয়ে মুখ খুললেন শাহরুখ

বিনোদন ডেস্ক : ২০১৩ সালে তৃতীয় বারের জন্য বাবা-মা হয়েছিলেন শাহরুখ এবং গৌরি। দম্পতির যৌথ সিদ্ধান্তে সরোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের। কিন্তু সেই জন্ম নিয়েই এক নয়া জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর একটা অংশের দাবি, আব্রাম নাকি শাহরুখের ছেলেই নয়!

বরং শাহরুখের বড় ছেলে আরিয়ানের ঔরসেই নাকি জন্ম আব্রামের! এক রোমানিয়ান মহিলার সঙ্গে আরিয়ানের ভালবাসার সম্পর্কের পরই নাকি আব্রামের জন্ম! যদিও গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন শাহরুখ। এই ধরনের গুজব যারা ছড়াচ্ছেন তাদের তীব্র কটাক্ষ করেছেন তিনি।

'টেড টক'-এ শাহরুখ বলেন, ''চার বছর আগে আমি আর গৌরি আমাদের তৃতীয় সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু নেটের একটা অংশে নাকি দাবি করা হচ্ছে, আমার প্রথম সন্তান আরিয়ানের ঔরসে জন্ম হয়েছে আব্রামের। তখন ওর বয়স ছিল ১৫। .একটা ভুয়ো ভিডিও দেখা যাচ্ছে। যেখানে নাকি দেখা যাচ্ছে, কোনও এক রোমানিয়ান মহিলাকে পাশে বসিয়ে গাড়ি চালাচ্ছে আরিয়ান। আমরা পরিবার হিসেবে গোটা ঘটনায় খুবই বিরক্ত। আরিয়ানের বয়স এখন ১৯। এসব দেখে ওর এতটাই খারাপ অবস্থা, যে ওকে কেউ হ্যালো বললেও, ও প্রথমেই তাকে বলছে, বিশ্বাস করুন আমার কোনও ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্সই নেই।''

দর্শকদের সঙ্গে নিজের জীবনের নানা ঘটনা শেয়ার করেছেন শাহরুখ। পরে তিনি আরও বলেন, ''এই নতুন পৃথিবীতে রিয়ালিটিটাই ভার্চুয়াল, আর ভার্চুয়ালটাই কোথাও রিয়ালিটি হয়ে যায়। আমি বুঝতে পেরেছি, যা ভাবছি তা সবসময় মুখে বলা যাবে না।''
১২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে