শুক্রবার, ১২ মে, ২০১৭, ০৬:২৮:১৪

অভিনেত্রীদের বিয়ে করেছেন যেসব পরিচালকরা

অভিনেত্রীদের বিয়ে করেছেন যেসব পরিচালকরা

বিনোদন ডেস্ক : টিভি সিরিয়াল হোক বা বড় পর্দা সব জায়গাতেই পরিচালকদের সাথে অভিনেতা ও অভিনেত্রীদের ভালো সম্পর্ক থাকা খুব দরকার। কারণ ক্যামেরা সামনে তারকাদের আমরা দেখলেও মুলত কারিশ্মাটা লুকিয়ে থাকে ক্যামেরা পিছনে বসে থাকা মানুষটির হাতে। অনেক সময় এই ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব থেকে প্রেমেও রুপান্তর হয়। তেমন কিছু সম্পর্ক আজ তুলে ধরা হলো!

১. বিদীপ্তা চক্রবর্তীর সঙ্গে বিরসা দাশগুপ্তের বিয়ে হয় ২০১০ সালে। তার আগে দীর্ঘদিন দু’জনে ভাল বন্ধু ছিলেন। বিদীপ্তার প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরেই দু’জনের প্রেম এবং তার পর বিয়ে।   

২. কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণীর আলাপ ইউনিভার্সিটিতে। বহু বছরের বন্ধুত্ব থেকে প্রেম ও তার পর বিয়ে। ওদের ছেলের নাম উজান।  

৩. পরিচালক রিংগো বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রূপসা গুহের আলাপ হয় রিংগো-র একটি ছবির সেটে। তারপরেই প্রেম আর বিয়ে। রূপসা ধারাবাহিকে কাজ করার পাশাপাশি এখন কাজ করছেন রিংগো-র পরবর্তী ছবি ‘সেনাপতি’-তে।   

৪. অনিন্দিতার সঙ্গে গৌরব চট্টোপাধ্যায়ের বিয়ে ভেঙে গিয়েছে খুব বেশিদিন হয়নি। তারপরেই তিনি বিয়ে করেছেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে।  

৫. প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে রানি মুখোপাধ্যায়ের প্রেম প্রায় এক দশকের। প্রথম বিয়ে ভেঙে দেওয়ার পরেও আদিত্য রানির সঙ্গে প্রেমের বিষয়ে কখনও মুখ খোলেননি। শেষ পর্যন্ত গোপনে বিয়ে করেন গত বছর। এই বছরই জন্মেছে ওদের মেয়ে আদিরা।

৬. প্রায় ন’বছর প্রেম করার পরে ২০১৩ সালে বিয়ে করেন পরিচালক মোহিত সুরি এবং উদিতা গোস্বামী। গত বছর ওদের একটি মেয়েও হয়েছে। নাম দেবী সুরিয়ন।   

৭. ‘নারাজ’ ছবির সেটে পরিচালক গোল্ডি বেহেলের সঙ্গে আলাপ হয় সোনালি বেন্দ্রের। প্রথমদিকে সোনালির আপত্তি থাকলেও শেষ পর্যন্ত প্রেমে পড়ে যান। বিয়ে হয় ২০০২ সালে। ওদের ছেলের নাম রণবীর।   

৮. জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘সসুরাল সিমর কা’-র পরিচালক নীতেশ সিংহের সঙ্গে ধারাবাহিকের মুখ্য চরিত্র খুশি ওরফে জ্যোৎস্না চন্দোলার প্রেম শুরু হয় সেটেই। গত বছর এপ্রিলে বিয়ে করেন দু’জনে।

৯. ‘দিয়া অউর বাতি হম’-এর সন্ধ্যা ওরফে দীপিকা সিংও প্রেমে পড়েন ধারাবাহিকের পরিচালক রোহিত রাজ গয়ালের সঙ্গে। তার পরে বিয়েটা সেরে ফেলতে বেশি দেরি করেননি দু’জনে।  
১২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে