সোমবার, ১৫ মে, ২০১৭, ১২:৩৬:৩৯

যে কারণে ফেসবুকে হঠাৎ বেগুনি ফুলের ইমো

 যে কারণে ফেসবুকে হঠাৎ বেগুনি ফুলের ইমো

এক্সক্লুসিভ ডেস্ক: কয়েকদিন আগে ফেসবুকের রিঅ্যাকশনে বাটনে যুক্ত হয়েছে বেগুনি রঙের একটি ফুলের ইমোজি। এই রিঅ্যাকশনে বাটনের উপর মাউসের কার্সার রাখলেই লেখা উঠছে ‘থ্যাঙ্কফুল’। অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন করা। ইতোমধ্যে ফেসবুক ব্যবহারকারীরা এই ইমোজির ব্যবহার শুরু করেছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না কেন হঠাৎ করে ‘থ্যাঙ্কফুল’ ইমোজি চালু করেছে ফেসবুক।

১৪ মে মা দিবস উদযাপন উপলক্ষে ফেসবুকের এই উদ্যোগ। পৃথিবীর মোট ৮০টি দেশে উদযাপন করা হয়েছে মা দিবস। আর বিশেষ এই দিনটি উদযাপন করতেই থ্যাঙ্কফুল রিঅ্যাকশন এনেছে ফেসবুক।

শুধু এবারই প্রথম নয়, গত বছরও একই সময়ে থ্যাঙ্কফুল ইমোজি এনেছিল ফেসবুক।

প্রসঙ্গত, ইংল্যান্ডে ফেসবুকে দেখা যাচ্ছে না এই রিঅ্যাকশন। কারণ, গত মার্চ মাসেই মা দিবস উদযাপন করা হয়েছে বৃটেনে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ‘রিঅ্যাকশনস’ উন্মুক্ত করে ফেসবুক। ‘লাভ’ ‘হাহা’ ‘ওয়াও’ ‘স্যাড’ ও ‘অ্যাংরি’ ইমোটিকন চালু করে ফেসবুক। ফেসবুকে আগে থেকেই ছিল লাইক বাটন। ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানাতে লাইকের পাশাপাশি এসব আবেগের চিহ্ন ব্যবহার করার সুযোগ দেয় ফেসবুক।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে