সোমবার, ১৫ মে, ২০১৭, ০৮:২৬:২৪

র‌্যানসামওয়্যার ভাইরাসে আক্রান্ত হতে পারেন আপনিও, জানুন বাঁচার সহজ উপায়

র‌্যানসামওয়্যার ভাইরাসে আক্রান্ত হতে পারেন আপনিও, জানুন বাঁচার সহজ উপায়

এক্সক্লুসিভ ডেস্ক: র‌্যানসামওয়্যার ভাইরাসে আক্রান্ত সারা বিশ্ব। এর হাত থেকে রক্ষা পাওয়ার সহজ উপায় জেনে নিন।

হঠাৎ কম্পিউটার খুলে বা কোনও অচেনা ইমেলে ক্লিক করে দেখলেন, আপনার কম্পিউটারে একটি বড় মেসেজ চলে এল। আপনি কোনও সিস্টেম ফাইল খুলতে পারছেন না বা আপনার ডেস্কটপে কোনও অ্যাপ বা ফাইল খুলতে পারছেন না। অপারেটিং সিস্টেম কাজ করছে না। আর মেসেজে লেখা রয়েছে, আগে নির্দিষ্ট টাকা দিন তবে আপনি আবার ফাইলগুলো খুলতে পারবেন।

এভাবেই র‌্যানসামওয়্যার নামে একটি মারাত্মক ভাইরাস বিশ্ব জুড়ে হামলা চালাচ্ছে বিভিন্ন কম্পিউটারে। একটি কম্পিউটার থেকে একই নেটওয়ার্কের অন্য মেশিনেও ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।

দেখা যাচ্ছে, পুরনো অপারেটিং সিস্টেমে বা সফটওয়্যারে যেসব কম্পিউটার চলে, সেগুলিই বেশি আক্রান্ত হচ্ছে।

সাইবার পিস ফাউন্ডেশনের অধিকর্তা ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বিনীত কুমার জানাচ্ছেন, কী কী পদক্ষেপ নিয়ে আপনি এই র‌্যানসামওয়্যার ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন।

• প্রথমেই আপনার মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন আপডেট করুন। অফিসের ক্ষেত্রে যদি লোকাল এরিয়া নেটওয়ার্কে বা ল্যান-এ কাজ করেন, তাহলে সেই নেটওয়ার্কে যুক্ত সমস্ত কম্পিউটার আপডেট করুন।

• অ্যান্টি-ভাইরাস আপডেট করুন। অ্যান্টি-ম্যালওয়্যার আছে কি না দেখে নিন। না থাকলে ইনস্টল করুন। আর থাকলে সেটিও আপডেট করুন। নিশ্চিত করুন যে, আপনার কম্পিউটারে লেটেস্ট ভার্সনের অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি ম্যালওয়্যার আছে।

• আইপিএস ও ফায়ারওয়ালও আপডেট করে ফেলুন।

• কোনও অজানা ঠিকানা থেকে ইমেল পেলে তা খুলবেন না। এরকম ক্ষেত্রে মেলের ভিতরে কোনও অ্যাটাচমেন্ট তো খুলবেনই না।

• আপনার কম্পিউটারের জরুরি ফাইলগুলির ব্যাকআপ রাখুন। দরকার হলে দু’টি আলাদা জায়গায় কপি করে রাখুন।

বয়স ১৬ থেকে ৩৬-এর মধ্যে? তবে সাইবার দুনিয়ায় আপনার বিপদ সবচেয়ে বেশি!

• গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভের মতো অ্যাপ্লিকেশনগুলি থেকে ঠিক মতো লগ আউট করুন। এগুলি অকারণে কম্পিউটারে খুলে রাখবেন না।

• পারলে আপনার কম্পিউটারের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট শুধু দরকারে ব্যবহার করুন। অন্য সময়ে গেস্ট অ্যাকাউন্ট দিয়ে কম্পিউটার খুলুন।

• আপনি যদি গুগল ক্রোম বা অন্য কোনও ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করেন, তার নিজস্ব সিকিউরিটি ও প্রাইভেসি সেটিংস আরও বাড়িয়ে দিন।

• কোনও পুরোনো অ্যাড-অন যদি আপনার ইন্টারনেট ব্রাউজারে থাকে বা যেগুলি আপনি ব্যবহার করেন না, সেগুলি ডিলিট করে ফেলুন।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে