মঙ্গলবার, ১৬ মে, ২০১৭, ১২:৩৮:২২

বৃষ্টির ধারার মতো আগুন–বৃষ্টি!

 বৃষ্টির ধারার মতো আগুন–বৃষ্টি!

এক্সক্লুসিভ ডেস্ক: চীনে আকাশ থেকে বৃষ্টির ধারার মতো আগুন ঝরতে দেখা গেল। ছবিটি চায়না প্লাস নিউজের ফেসবুক থেকে নেওয়া।চীনে আকাশ থেকে বৃষ্টির ধারার মতো আগুন ঝরতে দেখা গেল। ছবিটি চায়না প্লাস নিউজের ফেসবুক থেকে নেওয়া।

আকাশ থেকে বৃষ্টির ধারার মতো আগুন ঝরতে দেখা গেল চীনে। চীনের লাইওনিং প্রদেশের শেনইয়াংয়ে ব্যস্ত এক রাস্তায় বজ্রপাতের পর আগুন–বৃষ্টির এ ঘটনা ঘটে ১১ মে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশ করেছে চায়না প্লাস নিউজ। মাত্র আট সেকেন্ডের ভিডিওটি গাড়ির ড্যাশবোর্ড থেকে ধারণ করা। ঘটনাটি ভিডিও আকারে ফেসবুকে আসার পর এটি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বজ্রপাতের পর আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ বৃষ্টি হয়ে রাস্তার ওপর পড়ছে। ঘটনার শুরুতেই বিশাল এক আলোকচ্ছটা দেখা যায়। তারপর সেকেন্ডের ভগ্নাংশের সময়ের মধ্যেই অন্ধকার হয়ে যায় চারপাশ।

এর পরপরই রাস্তার পাশে থাকা গাছের সারিগুলো থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়তে থাকে। ওই সময় রাস্তায় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই এলাকায় কেনাকাটা করতে আসা অনেকেও ছিলেন। তবে সৌভাগ্য বলতে হবে, কারও কিছু হয়নি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে