এক্সক্লুসিভ ডেস্ক: ষাঁড়েদের শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করতে চলেছে রামদেব বাবার পতঞ্জলী। দেখে নিন, কী ভাবে সম্ভব হবে এই উৎপাদন-পদ্ধতি।
ষাঁড়েদের জন্য মন কাঁদছে বাবার। গরুর জন্য সবাই ভাবলেও, ষাঁড়েদের জন্য ক’জনই বা ভাবেন! তাদের স্বার্থ রক্ষা করতে এবার এগিয়ে এলেন বাবা রামদেব।
প্রায় দেড় বছরের গবেষণা শেষে ষাঁড়েদের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের নতুন মডেল বানিয়ে ফেলেছে বাবার কোম্পানি পতঞ্জলী। আসল উদ্দেশ্য ষাঁড়েদের কসাইখানায় যাওয়া আটকানো। তাদেরকেও যাতে ভাল কাজে লাগানো যায়।
একটি অর্থনৈতিক দৈনিকের খবর, এই পরীক্ষার পিছনে আসল মাথা পতঞ্জলীর ম্যানেজিং ডিরেক্টর বালকৃষ্ণ। তিনি একটি বহুজাতিক গাড়ি তৈরির কোম্পানি ও তুরস্কের একটি কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই গবেষণা চালিয়ে বিদ্যুৎ উৎপাদনের একটি মডেল বানিয়েছেন। তা নিয়ে এখনও কাজ চলছে।
বালাকৃষ্ণ ওই দৈনিককে বলেছেন, ‘যখন সবাই ভাবে যে ষাঁড়েদের কোনও মূল্য নেই আর তাদের কসাইখানায় পাঠিয়ে দেওয়া হয়, তখন আমরা সেই চিন্তাধারাকে বদলে দিতে চাইছি।’
একটি টারবাইন ও ষাঁড়েদের টানার ক্ষমতাকে ব্যবহার করে এখনও পর্যন্ত ২.৫ কিলোওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে।
বালকৃষ্ণের বক্তব্য, ‘সকালে ক্ষেতের কাজে লাগলেও, সন্ধেবেলায় বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো যাবে ষাঁড়েদের। প্রাচীন সময়ে ভারী জিনিসপত্র টেনে নিয়ে যাওযার জন্য ষাঁড়েদের ব্যবহার করা হত। এখন প্রযুক্তির সঙ্গে এই শক্তিকে ব্যবহার করতে পারলে দারুণ সুফল পাওয়া যেতে পারে।’
এখনও এই মডেলের মাধ্যমে অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি। সেই নিয়েই কাজ চলছে আপাতত। চাষীরা যাতে কম খরচে নিজেদের ঘরে আলো পাখা চালাতে পারে, তার জন্যই এই মডেল তৈরি হচ্ছে বলে পতঞ্জলী সূত্রে খবর।-এবেলা
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস