বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭, ০৮:৪০:৫৮

ছয় ফুট লম্বা সাপ তাজমহলে, পর্যটকদের মধ্যে হুলুস্থুল!

ছয় ফুট লম্বা সাপ তাজমহলে, পর্যটকদের মধ্যে হুলুস্থুল!

এক্সক্লুসিভ ডেস্ক: তাজমহলে এক অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে পর্যটকদের মধ্যে হুলুস্থুল বেধে যায়। তীব্র গরমে ঠাণ্ডা জায়গা খুঁজতে খুঁজতে একটি দাঁড়াশ সাপ আশ্রয় নেয় সপ্তদশ শতকের ওই ঐতিহাসিক নিদর্শনের ভেতর।

ছয় ফুট লম্বা ওই সাপটি একটু স্বস্তি পেতে ঢুকেছিল তাজমহলের পানি পরিশোধনাগারের শীতলীকরণ অংশে। সাপটি দেখে পর্যটকরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে পর্যটকদের চিৎকার-চেঁচামেচিতে এগিয়ে আসে তাজমহলের প্রত্নতাত্ত্বিক দল।

তারা তাৎক্ষণিক সাহায্যের জন্য খবর দেয় বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগে। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়। এটি অবশ্য কারও কোনো ক্ষতি করেনি।

তাজমহলের প্রত্নতাত্ত্বিক বিভাগের সিনিয়র কর্মকর্তা মুনাজ্জার আলী জানান, পর্যটকদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে তাজমহলে চারটি পানির প্ল্যান্ট আছে। সেগুলোর একটির কাছে সাপটি পর্যটকদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে পর্যটকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেয়া হয়।

বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের পরিচালক বাইজু রাজ বলেন, প্রচণ্ড তাপদাহের কারণে সাপটি শীতলীকরণ যন্ত্রের কাছে কিছুটা স্বস্তি পেতে এসেছিল। তবে, নিরাপদে এটিকে সরানো গেছে। এটিকে আবার বন্য পরিবেশে ছেড়ে দেয়া হবে বলে বলেও জানান তিনি।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে