ইংরেজি শিক্ষকের চাকরি এবার খুব সহজে
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  এক্সক্লুসিভ ডেস্ক: আপনি ইংরেজিতে ভাল? পড়াতে পারবেন? ভাল চাকরি খুঁজছেন?
তাহলে তো আপনার সামনে মেঘ না চাইতেই জল। চাকরি আপনি পাচ্ছেনই। সম্মানের শিক্ষকতা করতে পারবেন। ইংরেজি শিক্ষক হতে হবে শুধু।
না, না, এখানে এসএসসি দিয়ে হ্যাপায় পড়ে চাকরি পেতে হবে না। চাকরি আপনার জন্য রেডি। মাইনেও পাবেন মোটা অঙ্কের।
শুধু এ দেশে নয়। আপনাকে যেতে হবে মালয়েশিয়ায়। সেখানকার গ্রামের দিকের স্কুলগুলোতে ইংরেজির রেজাল্ট খুবই খারাপ হচ্ছে পর পর কয়েক বছর ধরে।
তাই সে দেশের সরকারও এবার ব্যাবস্থা নিতে চাইছে। আর কম খরচে ভাল শিক্ষক ভারত ছাড়া কোথায় পাওয়া যাবে! তাই মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী পি কমলনাথন রীতিমতো সে দেশের সংসদে এই বিষয়ে আলোচনাও করেছেন।
তাই আর দেরি করবেন না একদম। ভাল সিভি তৈরি করুন। আর থাকার লোটাকম্বল গোছাতে থাকুন। মালয়েশিয়ায় আপনার চাকরি পেতে স্রেফ সময়ের অপেক্ষা। 
২৫ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস