রবিবার, ২১ মে, ২০১৭, ০১:৩৬:০৬

যে একটি কারণে আত্মহত্যা করতে ইচ্ছা হয় সালমান খানের

যে একটি কারণে আত্মহত্যা করতে ইচ্ছা হয় সালমান খানের

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের নাকি প্রায়ই আত্মহত্যার ইচ্ছে জাগে। এমনি এমনি এই ইচ্ছে জাগে না। তিনি নাকি রোগে ভুগছেন। রোগের নাম ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এক কথায় ফেসিয়াল নার্ভ ডিসঅর্ডার। সম্প্রতি তার নতুন ছবি টিউবলাইটের প্রথম গান ‘রেডিও’র প্রচারণার জন্য দুবাই গিয়েছেন।

সেখানেই সাংবাদিকদের এ তথ্য জানান সালমান। তিনি জানান, দীর্ঘদিন ধরেই ফেসিয়াল নার্ভ ডিসঅর্ডারে ভুগছেন তিনি। যার ফলে যন্ত্রণায় পাগল হয়ে একটা সময়ে তার নিজেরও আত্মহত্যা করার ইচ্ছা হয়েছিল। কিন্তু সেই চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে পরিশ্রম আরো বাড়িয়ে দেন তিনি।

এই রোগে আক্রান্তদের আত্মহত্যার হার সবচেয়ে বেশি বলেও জানান তিনি। ২০০১ সালে প্রথম এই রোগের কথা জানতে পারেন সালমান।  তিনি জানান, তার কণ্ঠস্বরে একটা ফ্যাঁসফ্যাঁসে ভাব রয়েছে। তার কারণ তিনি নেশা করেন বলে নয়, রমজানের সময় তিনি নেশা করেন না। এমনিতে তিনি ভালো আছেন কিন্তু নিজের শরীরের দিকে সর্বক্ষণ নজর রাখা ছাড়া উপায় নেই।

উল্লেখ্য, সম্পন্ন হয়েছে সালমানের নতুন ছবি টিউবলাইটের কাজ।  আপাতত ছবিটির গান এবং প্রচারণার কাজে ব্যস্ত আছেন সালমান।  ছবিটির পরিচালনায় ছিলেন কবির খান।

মুখের এক দিকে প্রচণ্ড যন্ত্রণা এই রোগের ইঙ্গিতবাহী। দাঁত মাজা, মুখ ধোয়ার সময় শুরু হতে পারে ব্যথা।  কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত তাকতে পারে।  এতে আক্রান্ত হতে পারে চোয়াল, দাঁত, মাড়ি আর ঠোঁট।  মারাত্মক যন্ত্রণায় আক্রান্ত অনেক সময়েই আত্মহত্যার পথে হাঁটেন।

২১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে