রবিবার, ২১ মে, ২০১৭, ০৫:৩৮:১০

পার্কের ভেতর লুকিয়ে আছে দুটি বাঘ! খুঁজে পাচ্ছেন?

 পার্কের ভেতর লুকিয়ে আছে দুটি বাঘ! খুঁজে পাচ্ছেন?

এক্সক্লুসিভ ডেস্ক: এই ছবিটি স্কটল্যান্ডের ব্লেয়ার ড্রুমন্ড সাফারি পার্কের। যেখানে লুকিয়ে রয়েছে দুটি বাঘ। যাদেরকে প্রথম নজরে দেখতে পাওয়া সম্ভব নয়।  

খুঁজে পেলেন?

আপনাদের মুশকিলকে সহজ করে দিচ্ছি। একটি বাঘ লুকিয়ে রয়েছে ডান দিকে আরেকটি বা দিকে।

এই ছবিটি ব্লেয়ার ড্রুমন্ড সাফারি পার্কের ফেসবুকে শেয়ার করা হয়েছে। পোস্ট অনুযায়ী ১০ ফুট দীর্ঘ ও ২২৬ কেজির দুটি হিংস্র বাঘ লুকিয়ে রয়েছে। এদের মধ্যে একজনের নাম হলো চেঙ্গিস (১৯) এবং দ্বিতীয়জনের নাম বেল্লা (১৪)।

পোস্ট অনুযায়ী ডানদিকে লুকিয়ে রয়েছে চেঙ্গিস আর বা দিকে লুকিয়ে রয়েছে বেল্লা। ভালো করে গাছটির দিকে তাঁকান তার নিচেই বসে রয়েছে বেল্লা, আরেকজন রয়েছে তালাবের কাছে।

কি পেয়েছেন?
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে