এটিএম বুথে সন্ত্রাসীদের কবলে পড়লে দ্রুত যা করবেন
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  এক্সক্লুসিভ ডেস্ক: ইদানিং অনেক ব্যক্তিকেই এটিএম বুথে গিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করতে হয়েছে। তবে অধিকাংশ সময় সন্ত্রাসীরা ভুক্তভোগী ওই ব্যক্তিকে আহত করে পাসওয়ার্ড জেনে নেয়। পরে টাকা নিয়ে উধাও হয়ে যায় সন্ত্রাসীরা। 
তবে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়ও কিন্তু রয়েছে। আপনি হয়তো তা জানেন না। মূলত এমন অবস্থায় আপনি যখন পড়বেন তখন আপনার প্রথম কাজ হলো কথা কাটাকাটি বন্ধ করা। কারণ অর্থের চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি। 
সন্ত্রাসী যদি আপনার পাসওয়ার্ড চাই, তাহলে সঙ্গে সঙ্গেই দিয়ে দিন। তবে এ ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করবেন। সেটা হলো পাস ওয়ার্ড টি বলবেন উল্টো করে। যেমন: মনে করুন আপনার পাসওয়ার্ড ১২৩৪, তবে আপনি বলবেন ৪৩২১। 
এতে কি হবে? টাকা কিন্তু ঠিকই বেরিয়ে আসবে। তবে সেই টাকা কেউ বের করতে পারবে না। কারণ সেই টাকা মেসিনে আটকে থাকবে। তখন সন্ত্রাসী মনে মনে ভাববে মেশিনের হয়তো সমস্যা হয়েছে। এরই মধ্যে কন্ট্রোল রুমে চলে যাবে একটি সিগন্যাল। এই সিগন্যালের মাধ্যমে কন্ট্রোল রুমের সবাই বুঝতে পারবে যে, আপনি বিপদ গ্রস্থ।
এই ব্যবস্থা প্রায় সব এটিএম বুথেই চালু আছে। তবে এই ব্যবস্থার কথা আমরা অধিকাংশ মানুষই জানি না। 
২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ