বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭, ১২:০১:২৩

এই প্রাণীটি তার মনিবকে একা ফেলে যাবে না, প্রভুভক্তির আরও এক উদাহরণ যা ইন্টারনেটে ভাইরাল

এই প্রাণীটি তার মনিবকে একা ফেলে যাবে না, প্রভুভক্তির আরও এক উদাহরণ যা ইন্টারনেটে ভাইরাল

এক্সক্লুসিভ ডেস্ক: এই প্রাণীটি তার মনিবকে একা ফেলে যাবে না, প্রভুভক্তির আরও এক উদাহরণ যা ইন্টারনেটে ভাইরাল। বিশ্বস্ত প্রাণী হিসেবে কুকুর অনেক আগে পরিচিত।

যেকোনো রকমের বিপজ্জনক পরিস্থিতিতে আপনার সবচেয়ে ভালো বন্ধু হয়তো আপনাকে ত্যাগ করতে পারে কিন্তু এই প্রাণীটি কখনও তার মনিবকে একা ফেলে যাবে না। আর্জেন্টিনাতে আবারও এই প্রাণীটি তার প্রভুভক্তির পরিচয় দিল যা ইন্টারনেটে বেশ ভাইরাল হয়েছে।

জিজাস হিউচে নামক এক ব্যক্তি সন্ধ্যা ৬ টার দিকে গাছ কাটতে গিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার পর ২৮ বছর বয়সী হিউচে জ্ঞানহীন অবস্থায় কিছুক্ষণ পড়ে থাকেন। এরপর তার পোষা কুকুর তার সামনের পা দু’টো মালিকের বুকের ওপর দিয়ে রাখে।

এমনকি অ্যাম্বুলেন্স আসার পরও তার পোষা প্রাণীটি তাকে স্পর্শ করতে দেয়নি। হিউচে বলেন, ‘আমার কুকুর ভেবেছিল তারা হয়তো আমার (খারাপ) কিছু করতে যাচ্ছে।’সিভিল ডিফেন্সের লোকজন পরে এই ঘটনার কয়েকটি ছবি ফেসবুকে দিয়ে দেয় এবং তা ফেসবুকে ভাইরাল হয়।

অনেকেই এই পোস্ট শেয়ার করেছেন এবং কুকুরের ভালোবাসাকে বাহবা দিয়েছেন। হিউচে বলেন, ‘জেগে উঠে আমি আমার ছেলে ও পোষা কুকুরকে আমার ওপর পেয়েছিলাম।’
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে