একটি বিস্কুটের দাম ১৮ লাখ টাকা!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  এক্সক্লুসিভ ডেস্ক : একটি বিস্কুট অথচ দাম তার ১৫ হাজার পাউন্ড, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।  টাইটানিকের সলিল সমাধির রাতে বেঁচে ফেরা ৭০৫ জন যাত্রীর সঙ্গে ছিল বিস্কুট।  ১০৩ বছর পর এবার নিলামে উঠল সেই স্পিলারস অ্যান্ড বেকারস পাইলট ক্র্যাকার বিস্কুট। 
বিক্রি হল ১৫ হাজার পাউন্ডে। ।বিশ্বের সব থেকে দামি বিস্কুট।  কিনল একটি গ্রিক সংস্থা।  ১৯১২ সালের ১৪ এপ্রিল রাত ১১টা ৪০ মিনিট নাগাদ হিমশৈলে ধাক্কা খেয়ে ডুবে যায় দুনিয়ার সব থেকে বড় জাহাজ টাইটানিক। 
যাত্রীর তুলনায় লাইফবোট ছিল নগণ্য।  সে রকমই একটি লাইফবোটের সারভাইভাল কিটে রাখা ছিল এই বিস্কুট।  ভাগ্যক্রমে তাতে জায়গা জুটেছিল জেমস এবং মাবেল পেনউইকের।  
লাইফবোট থেকে নামার সময় পকেটে পুরে নিয়েছিলেন সেই বিস্কুট।  এরপর চড়ে বসেছিলেন উদ্ধারকারী জাহাজ কার্পেথিয়ায়।  তবে বিস্কুটটি আর খাননি। দেশে ফিরে একটি খামে মুড়ে রেখে দিয়েছিলেন।  
সঙ্গে একটি চিরকুট—‘১৯১২–এর এপ্রিলে টাইটানিকের লাইফবোট থেকে পাওয়া পাইলট বিস্কুট’।  সেই বিস্কুটই এবার উইল্টশায়ারের হেনরি আলড্রিজ অ্যান্ড সন–এ নিলামে উঠল।  ছিল সেই হিমশৈলের একটি ছবিও।  অন্য একটি জাহাজের কর্মী তুলে রেখেছিলেন ছবিটি।  তার দাম উঠেছে ২১ হাজার পাউন্ড।
১৯১২ সালে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্ক যাওয়ার সময় দুর্ঘটনায় ১৫শ' যাত্রী-নাবিক নিয়ে তলিয়ে যায় ‘টাইটানিক’।
২৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম