চাইলেই ওড়াতে পারবেন বিমান!
এক্সক্লুসিভ ডেস্ক : বিমান ওড়ানোর কোনো অভিজ্ঞতা নেই, প্লেনেও কোনোদিন বসেননি, কিন্তু প্লেন ওড়ানোর শখ জেগেছে পুরো মাত্রায়। কোনো চিন্তা নেই। সোজা চলে যান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। একেবারে হাতে গরম অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনার জন্য। গিয়ে সোজা বসে পড়ুন ‘দ্য ককপিট'-এ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
বিশ্বের একমাত্র বিমানবন্দর হিসেবে যাত্রীদের বিমান ওড়ানোর প্রায় আসল অভিজ্ঞতা দিতে এ নতুন উদ্যোগ। এ বছর ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়। ভারতের কাম্বিল সিস্টেম এবং জার্মানির ককপিট সনিক এ দুই সংস্থার কারিগরি দক্ষতায় তৈরি হয়েছে 'দ্য ককপিট'।
অবিকল ৭৩৭ বোয়িং-এর আদলে তৈরি হয়েছে ককপিট। সেখানে বিশ্বের ২৪ হাজার বিমানবন্দরের মধ্যে যেকোনো দুই গন্তব্যের মধ্যে আপনি বিমান উড়িয়ে যেতে পারেন। এখনো পর্যন্ত প্রায় ২ হাজার যাত্রী এ সফরে অংশ নিয়েছেন।
দিল্লি বিমানবন্দরের সিইও প্রভাকর রাও নিজেও ককপিটে বসেছেন। তিনিও ঢালাও প্রশংসা করেছেন। উড়ানের সময়ের ওপরই গাঁটের কড়ি কত খসবে তা নির্ভর করবে।
দ্য ককপিট'-এর প্রেসিডেন্ট এহসান খালিদ বলেন, যিনি বিমানটি ওড়াবেন তিনি শুধু গন্তব্যই ঠিক করবেন না, তার সঙ্গে আবহাওয়া কেমন থাকবে তাও ঠিক করতে পারেন। যতটা সম্ভব আসল বিমান ওড়ানোর অভিজ্ঞতা দিতেই এ ব্যবস্থা।
আসলে যাত্রীরা বিমানের মধ্যে পাইলটের সিটে বসার যে রোমাঞ্চ তা অনুভব করতে পারেন না। বিমান ওড়ানোর ঝুঁকি সম্পর্কেও তাদের কোনো ধারণা থাকে না। তবে এখানে একবার এলে তারা খানিকটা অনুভব করতে পারবেন।
২৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�