শনিবার, ০৩ জুন, ২০১৭, ০৬:২৬:০৬

পাঁচ লাখ মানুষ দেখে ফেলেছে, বলুন তো এই ছবিটায় ভুল কোথায়?

পাঁচ লাখ মানুষ দেখে ফেলেছে, বলুন তো এই ছবিটায় ভুল কোথায়?

এক্সক্লুসিভ ডেস্ক : সোশ্যাল মিডিয়া বা ইন্টারেনেটে রোজ কত কোটি ছবিই তো ঘোরাফেরা করে। তবু, তার মধ্যে থেকেই কিছু ছবি হয়ে ওঠে ভাইরাল। ছবির বিষয়বস্তুর জন্যই হোক, অথবা ছবির সৌন্দর্যে, অনেক বেশি লোক একটি ছবি দেখতে থাকে।

গত তিনদিন ধরে এই ছবিটিও ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল। প্রচুর মানুষ ছবিটা দেখেছেন। এই ছবিটি ইতিমধ্যে প্রায় লক্ষ লোক দেখে ফেলেছে। তার সবথেকে বড় কারণ, এই ছবিটিতে একটি ভুল রয়েছে। আর সেটাই খুঁজে বেরাচ্ছেন সবাই।

বেশিরভাগই পারছেন না। কেউ কেউ অবশ্য পারছেনও। আপনিও তাই খুব মন দিয়ে ছবিটি দেখুন। দেখা যাক, আপনি এই ছবিটার ভুল বের করতে পারেন কিনা। কি পারলেন? যদি না পারেন, কোন সমস্যা নেই। উত্তরটা বরং, জেনেই নিন। ছবিটির সামনের চার মহিলাকে ছাড়ুন। পিছনের সবার দিকে নজর দিন। দেখুন, প্রত্যেকের মুখই এক! এটাই ছবিটির ভুল বা মজা।

৩ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে