সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৮:২৪:১৪

যেখানে দিনে শ’দুয়েক এলভিস বিয়ে!

যেখানে দিনে শ’দুয়েক এলভিস বিয়ে!

এক্সক্লুসিভ ডেস্ক : এলভিস প্রেসলি’র বিয়ে নয়, এলভিসের কায়দায় বিয়ে৷ এদিকে এলভিস ফ্যানদের বিয়ে, কাজেই লাস ভেগাসে৷ এলভিসের ১৯৬৪ সালের ছবি ‘ভিভা লাস ভেগাস'। লাস ভেগাস হলো ক্যাসিনোর শহর৷ কিন্তু সেখানে নানা ধরনের চ্যাপেল আছে, আর সেই সব চ্যাপেলে অতি সহজে এবং কম সময়ে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়া যায়, এটা সবাই জানে৷ এমনকি সুবিখ্যাত ‘ফ্রেন্ডস' সিটকমেও একটি এপিসোড ছিল, যেখানে ব়্যাচেল আর রস ওই লাস ভেগাসেই! মার্কিন মুলুকের আরেকটি হুজুগ হলো এলভিস ইমপার্সোনেশন বা এলভিসের নকল করে গাওয়া৷ শুধু গাওয়াই নয়, সেইসঙ্গে এলভিসের মতো সাজগোজ করা৷ গেল্ড লেম বা জরির শেকল বসানো জামা-কাপড়, বেলবটম প্যান্ট, জাম্পস্যুট, চুলে টেরি, নাকে কালো চশমা, সেকুইন, শেড আরো কত কি৷ হাতের গিটারটি ভুললেও চলবে না৷ তারপর এলভিসের মতো কোমর বেঁকিয়ে গাইতে হবে, ‘লাভ মি টেন্ডার' বা ‘হার্টব্রেক হোটেল' কিংবা অন্য কোনো হিট৷ লাস ভেগাস, বিয়ে আর এলভিসের নকল, এ তিনটে মিলিয়েই ‘এলভিস বিয়ে', যার নাকি এখন লাস ভেগাসে খুব চল৷ জার্মান সংবাদ সংস্থা ডিপিএ'র খবর অনুযায়ী, লাস ভেগাসে দিনে শ’দুয়েক এ ধরনের ‘এলভিস বিয়ে' সম্পন্ন হয়৷ আজকাল নাকি গিটার হাতে করে যিনি এলভিসের নকল করেন, তিনিই বর-কনে'কে ‘মন্ত্রপাঠ' করান! আরো বাড়াবাড়ি করতে হলে বর-কনে এলভিসের গানের লিরিক থেকে নেয়া ‘হাঙ্কা-হাঙ্কা বার্নিং লাভ' গোত্রীয় শপথ নিতে পারেন৷ এদিকে এলভিসের ১৯৬১ সালের হিট ‘আই কান্ট হেল্প ফলিং-ইন লাভ উইথ ইউ' তো বিয়ের মিউজিক হিসেবে মেন্ডেলসনের ওয়েডিং মার্চকেও পেছনে ফেলে দিতে চলেছে৷ এলভিস বিয়ে কিন্তু প্রথাগত বিয়ের চেয়ে কোনো অংশে কম সিরিয়াস নয়৷ স্বয়ং জন বন জোভি'র মতো প্রখ্যাত পপ গায়ক বিয়ে করেছেন এলভিস স্টাইলে, দশম ও বিংশতিতম বিবাহবার্ষিকীতে নতুন করে অঙ্গীকার করেছেন, এলভিস স্টাইলে৷ প্রথম এলভিস বিয়ে হয় ১৯৮২ সালে। এলভিস মারা যাওয়ার মাত্র বছর পাঁচেক পরে৷ সেটাও হয়েছিল এলভিসের নিজের বাড়ি গ্রেসল্যান্ডের চ্যাপেলে৷ এদিকে এলভিসের নিজের বিয়ে হয়েছিল ১৯৬৭ সালে। এলভিস প্রিসলি বিয়ে করেন প্রিসিলা ওয়াগনাররক। প্রিসিলা ওয়াগনার মাত্র ১৪ বছর বয়সেই এলভিসের এত ভক্ত ছিলেন যে, পরিবারের সদস্যদের কাছে তিনি তার সঙ্গে দেখা করিয়ে দেয়ার তাগিদ দিয়েছিলেন। এলভিসের চেয়ে বহু বছরে ছোট হলেও তিনি তার অসম্ভব ভক্ত ছিলেন। এরপর ২১ বছর বয়স হলে তিনি এলভিসকে প্রস্তাব দেন এবং ১৯৬৭ সালে তারা বিয়ে করেন। ১৯৭৩-এর বেশি টেকেনি৷ অবশ্য ১২ বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়। তা সত্ত্বেও এলভিস পাগল মানুষজন আজো লাস ভেগাসে ছুটে যাচ্ছেন এলভিসের কায়দায় বিয়ে করতে৷ প্রশ্ন হলো কোন এলভিস? হাওয়াইয়ান এলভিস, লেদার (মানে চামড়ার ড্রেস পরা) এলভিস, ডু-ওয়প ডাইনার এলভিস নাকি গোলাপি ক্যাডিলাক গাড়ি চড়া এলভিস? সূত্র : ডয়চে ভেলে ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে