কুকুরের গুলিতে আহত মালিক!     
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের গুলিতে আহত হয় মানুষ, কিন্তু কখনো কি শুনেছেন কুকুরের গুলিতে কেউ আহত হয়েছে? না শুনলেও এবার শুনন এমনই এক ঘটনা।  ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্রে একটি লাব্রাডর কুকুরের গুলিতে আহত হয়েছেন তার মালিক। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে অ্যালি কার্টার নামের ২৫ বছর বয়সী ওই নারী তার পোষা কুকুরটি সাথে নিয়ে বনে শিকার করছিলেন।  গুলি ভরা অবস্থায় বন্দুকটি তিনি পাশেই রেখেছিলেন। 
কিন্তু তার ‘ট্রিগার’ নামের ল্যাব্রাডর কুকুরটি সেটির ওপর উঠে বন্দুকটির ট্রিগার চেপে ধরে।  এতে গুলি বেরিয়ে কার্টারের পায়ে লাগে।
তবে এ ঘটনায় তিনি আহত হলেও পরে হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি সুস্থ হয়ে উঠেন।  এ ঘটনায় তার পোষা কুকুরটির প্রতি তিনি কোনো ধরনের অমানবিক আচরণ করেননি।
২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �