আর চিন্তা নেই, টাক মাথায় চুল গজানোর ওষুধ আবিষ্কার!
এক্সক্লুসিভ ডেস্ক : পুরুষদের সব থেকে বড় চিন্তার বিষয় টাক মাথা। পুরুষের মাথার ঠিক থাকে না যখন তার মাথার চুল ওঠা শুরু করে। আর টাক পড়ে গেলে তো কথাই নেই। টাক মাথায় চুল গজানোর জন্য কত কিছুই না কতজনে ব্যবহার করে থাকে।
তবে টাকের চিন্তা এবার সত্যিই দূর হওয়ার সময় এসেছে। কারণ আমেরিকার বিজ্ঞানীরা সম্ভবত টাকের সমস্যা দূর করার অর্থাত্ চুল ওঠার ওষুধ আবিষ্কার করে ফেলেছেন।
যদিও সবকিছু এখনো ঠিক হয়নি। আপাতত ইঁদুর এবং খরগোসের ওপর পরীক্ষা করা হয়েছে এ ওষুধ। দেখা গেছে, এ ওষুধ চামড়ায় লাগালে দিব্যি চুল উঠছে।
কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষক অ্যাঞ্জেলো এম ক্রিস্টিয়ানো বলেছেন, এবার আমরা মানুষের ওপর এ ওষুধের পরীক্ষা চালাবো। আশায় আছি, টাকের সমস্যা খুব অচিরেই দূর হবে।
কিন্তু সেই ওষুধ সত্যিই আবিষ্কার হয়ে গেলে তার দাম কেমন হবে, এ বিষয়ে কিছু বলা হয়নি। তথ্যসূত্র : জিনিউজ
২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�