মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭, ০৩:৩৫:১৯

৫ হাজারের বেশি পুরুষের সঙ্গে ডেট করেছেন এই সুন্দরী! আগামী দিনে আরও করার ইচ্ছে আছে

৫ হাজারের বেশি পুরুষের সঙ্গে ডেট করেছেন এই সুন্দরী! আগামী দিনে আরও করার ইচ্ছে আছে

বিনোদন ডেস্ক: বিশ্বের অন্যান্য সুন্দরীদের থেকে কোনো অংশেই কম যান না থাইল্যান্ডের অন্যতম সুন্দরী প্রায়া সুরিয়া। সোশাল সাইটেও ব্যাপক জনপ্রিয়তা তার। বিশ্বের যেকোনো প্রভাবশালী ব্যক্তিত্বকে হারিয়ে দিতে পারেন সোশাল সাইটে জনপ্রিয়তার দিক দিয়ে। তার ফলোয়ারের সংখ্যাটাও কম নয়।

তবে অতি সাধারণ ফলোয়ারের সঙ্গেই ডেট চলে যাবেন প্রায়া সেটা ভাবার কোনো কারণ নেই। কারণ পছন্দটা একটু আলাদা। আর তা দেখে শুনে এখনও পর্যন্ত ৫ হাজারের বেশি পুরুষের সঙ্গে ডেট করেছেন। আগামী দিনে আরও করার ইচ্ছে আছে। ইতিমধ্যে বহু আরব শেখের সঙ্গেও সম্পর্ক তৈরি করেছেন।  

যদিও শুধু নিজেই নয়, প্রায়া চান অন্যান্য নারীরাও ডেট করুন পুরুষদের সঙ্গে। আর এ জন্য এখন একটি অনলাইন কোর্স চালু করেছেন। সেখানে মহিলাদের শেখানো হয়, কীভাবে তারা ধনী, পশ্চিমী পুরুষদের প্রেমের মায়াজালে বেঁধে নিজেদের জীবনযাপনকে বিলাসবহুল করতে পারবেন। তবে তিনি এই কাজ একেবারে যে বিনামূল্যে করতে করেন সেটা ভেবে ভুল করবেন না। কারণ তার কাছ থেকে ছলাকলাগুলি শিখতে খরচ করতে হবে কয়েক শ মার্কিন ডলার।
২৭ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে