অবিশ্বাস্য তথ্য, নকিয়া শুরুর দিকে কাগজ তৈরি করতো
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  এক্সক্লুসিভ ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কাছে নিজের শ্রেষ্ঠত্ব হারানোর আগে নকিয়াই ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মোবাইল ফোন ব্র্যান্ড। নকিয়া যেন হয়ে উঠেছিল এক আস্থার নাম। এখন নকিয়াকে কিনে নিয়েছে মাইক্রোসফট।
শুরুতে নকিয়া ছিল কাগজ তৈরির প্রতিষ্ঠান। বলছি, আজ থেকে ১৫০ বছর আগের কথা। ১৮৬৫ সালের ১২ মে প্রকৌশলী ফ্রেড্রিক ইডেস্টামের হাত ধরে ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাগজ তৈরির কারখানা স্থাপনার মাধ্যমে নকিয়ার পথচলা শুরু। কয়েক বছর পর ফ্রেড্রিক দ্বিতীয় কারখানাটি স্থাপন করেন নোকিয়ানভির্তা নদীর অববাহিকায়। এই নদীর নামেই তিনি ১৮৭১ সালে তাঁর কোম্পানির নামকরণ করেন ‘নোকিয়া এবি’। ১৯৬৭ সালে এ নাম হয় নকিয়া করপোরেশন। এই সময়টায় ফিনিশ রাবার ওয়ার্কস এবং ফিনিশ কেব্ল ওয়ার্কস কোম্পানি নকিয়ায় একীভূত হয়। যোগাযোগপ্রযুক্তির বাজারে নকিয়ার শুরু ১৯৬০ সালে।
সূত্র: পিসি ওয়ার্ল্ড ও নকিয়া
২৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ