এক্সক্লুসিভ ডেস্ক : ব্রিটেনের মেনসা আইকিউ টেস্টে অ্যালবার্ট আইনস্টাইন এবং স্টিফেন হকিংয়ের থেকেও বেশি পয়েন্ট পেয়ে তাক লাগিয়ে দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী অর্ণব শর্মা। আইকিউ টেস্টে ১১ বছরের অর্ণবের পয়েন্ট ১৬২, যা আইনস্টাইন এবং হকিংয়ের থেকে ২ পয়েন্ট বেশি। এই অভাবনীয় সাফল্যের পর অর্ণবই এখন ব্রিটেনের সব থেকে বুদ্ধিমান শিশু।
মেনসা আইকিউ পরীক্ষায় বিশাল পয়েন্ট পেয়ে প্রথম হওয়ার পর দক্ষিণ ইংল্যান্ডের রিডিং শহরের ক্রসফিল্ডস স্কুলের ছাত্র অর্ণব ব্রিটেনের দুটি রাজকীয় কলেজ— ইটন এবং ওয়েস্টমিনস্টারে পড়াশোনার জন্য নির্বাচিত হয়েছে। অর্ণব জানিয়েছে, একদম বিনা প্রস্তুতিতে পরীক্ষায় বসেছিল সে। প্রশ্নপত্র পাওয়ার আগে পর্যন্ত জানত না কীরকম পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষায় যে ৭–৮ জন বসেছিলেন, তার মধ্যে কয়েকজনই অর্ণব সহ ২ জনই ছোট।
অর্ণবের মা মীশা শর্মা বললেন, ছেলের দেড় বছর বয়সে ভারতে ঠাকুর্দা–ঠাকুমাকে দেখাতে নিয়ে গিয়েছিলেন নাতিকে। তখনই তার শাশুড়ি নাতির জ্ঞানের পরিধির হাল্কা আভাস পেয়ে পুত্রবধূকে সে কথা জানান। পরে অর্ণবের আড়াই বছর বয়সেই সে ১০০–র উপর গুণতে পারত। তারপর থেকেই ছেলেকে পড়ানো ছেড়ে দেন মীশা। আজকাল
এমটিনিউজ২৪ডটকম/এসএস