শনিবার, ০৮ জুলাই, ২০১৭, ০৬:৫২:১৫

সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যে দেশে

সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যে দেশে

এক্সক্লসিভ ডেস্ক: সেলফি ম্যানিয়ায় আক্রান্ত গোটা পৃথিবী। সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে না পারলে যেন সমাজে আপনি পিছিয়ে পড়বেন। একবার নয়। বারবার রোমাঞ্চকর সেলফির তোলার চেষ্টায় প্রাণ হারিয়েছে বহু তরুণ-তরুণী। তবুও আজকের প্রজন্মের সেলফি তোলার নেশায় ঘাটতি পড়েনি একটুও।

স্মার্টফোনে সেলফি তোলা এখন তাঁদের রোজকার রুটিনের মধ্যেই পড়ে। সেলফি ফিভার কেড়ে নিয়েছে বহু প্রাণ। সমীক্ষা অনুযায়ী, সেলফি মৃত্যুতে শীর্ষে ভারত। স্মার্টোফোন ও নিজেকে নিয়ে মত্ত আজকের প্রজন্মই বেশি আক্রান্ত সেলফি জ্বরে।

মার্চ ২০১৪ থেকে সেপ্টম্বর ২০১৬ পর্যন্ত সেলফি তুলতে গিয়ে ১২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৭৬টি ঘটনা ভারতে ঘটেছে। সমীক্ষায় দেখা গিয়েছে, সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনার মধ্যে ৬০ শতাংশ ঘটেছে ভারতে। সোশ্যাল মিডিয়ায় বেশি লাইক, কমেন্ট পাওয়ার চেষ্টায় এতটাই মেতে উঠেছে আজকের প্রজন্ম যে নিজের জীবন নিয়ে কতটা ঝুঁকি নিচ্ছে তা খেয়ালই নেই তাদের।

পুলিশ ও প্রশাসনের তরফে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এরকম ঘটনা এড়ানো যায়। বেশ কিছু জনপ্রিয় ও বিপদজনক স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। চালু করা হয়েছে বিভিন্ন ক্যাম্পেন সচেতনতা বাড়াতে। তবে কেবল নজরদারিতে তা সম্পূর্ণভাবে আটকানো সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।
০৮ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে