এক্সক্লুসিভ ডেস্ক: সম্প্রতি অনলাইনে অসুস্থ শিশুর সঙ্গে ভারতের ব্যাংকার নারীর একটি ছবি ভাইরাল হয়েছে। মঙ্গলবার ফেসবুকে ছবিটি পোস্ট করেছিলেন স্বাতী নামে মধ্যবয়সী ওই নারী। ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ছবিতে দেখা যায়, তিনি অফিসে কম্পিউটারে মগ্ন, আর মেঝেতে শুয়ে রয়েছে তার ছোট্ট ছেলে। সেই নারী জানিয়েছেন, তিনি ভারতের রাজনীতিবিদদের একটি বার্তা দেওয়ার জন্যই এ ছবিটি ছেড়েছেন, যারা বিধানসভায় বসে ঘুমায়।
ছবিটি শেয়ার দেওয়ার পাশাপাশি সেই পোস্টে স্বাতী লিখেছেন, ‘মেঝেতে কোনো শিশু শুয়ে নেই। আমার মনটা ওখানে পড়ে রয়েছে। ওর খুব জ্বর। অন্য কারও কাছে থাকতে রাজি হচ্ছিল না। অনেক কাজ, তাই ছুটিও নিতে পারিনি।
কিন্তু জানতাম, আমাকে দুটো দিকই সামলাতে হবে। ফেসবুকে পোস্টটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। অসংখ্য মানুষই তার এ পোস্টের প্রশংসা করেছেন।-ইন্ডিয়ান টাইমস
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/ এএস