সোমবার, ১০ জুলাই, ২০১৭, ০৬:১৩:১৩

বিয়ের আসর থেকে তুলে নিয়ে বিয়ে করলেন 'রিভলবার রানি'!

বিয়ের আসর থেকে তুলে নিয়ে বিয়ে করলেন 'রিভলবার রানি'!

এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ের আসর থেকে বরকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের হামিরপুর জেলার বর্ষা সাহু। এর পর থেকে ‘রিভলবার রানি’ হিসেবে পরিচিতি ছড়িয়ে পড়েছিল তার। এই ঘটনা ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। এবার সেই ‘রিভলবার রানি’ হলেন কনে। তার প্রেমিক অশোককে বিয়ে করলেন ‘রিভলবার রানি’। হামিরপুরে চৌরাদেবী মন্দিরে কয়েক শ' মানুষের চোখের সামনে প্রেমিক অশোকের গলায় মালা দিলেন তিনি।

উল্লেখ্য, কয়েক মাস আগে কপালে বন্ধুক ঠেকিয়ে বিয়ের আসর থেকে অশোককে তুলে নিয়ে গিয়েছিলেন ‘দাবাং গার্ল’ বর্ষা।

আসলে অশোকের সঙ্গে অন্য একটি মেয়ের বিয়ে হচ্ছিল। তা একেবারেই মেনে নিতে পারেননি বর্ষা। ঘটনার পর মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে বর্ষা ও অশোক দুজনকেই পুলিশ গ্রেফতার করেছিল। থানায় বলে বর্ষা অবশ্য দাবি করেছিলেন, অশোককে তিনি তুলে আনেননি। অশোক তার সঙ্গে চলে এসেছেন।

সেই ঘটনার পর জেল থেকে ছাড়া পাওয়ার পর অশোক ও বর্ষার চার হাত এক হরো। বর্ষা বলছেন, সমাজের নির্যাতিত মহিলাদের অধিকার আদায়ের জন্য লড়াই করবেন তিনি।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে