এক্সক্লুসিভ ডেস্ক : এক দিকে জর্জ বুশ, অন্য দিকে এইচ ডব্লিউ বুশ। এই দুই বুশের মাঝেই লুকিয়ে রয়েছেন বিল ক্লিন্টন! শুধু লুকিয়েই না, জর্জ বুশকে ধরে উঁকিও মারছেন!
বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ স্কলারস্ গ্রাজুয়েশন সেরিমনিতে যোগ দিতে গিয়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। সেখানেই তাঁকে পিতা-পুত্র ওই দুই প্রাক্তন প্রেসিডেন্টের মাঝে লুকিয়ে থাকতে দেখা যায়। তাঁর লুকিয়ে থাকার সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু কেন এই ভাবে লুকিয়ে ছিলেন ক্লিন্টন?
বিষয়টা এ বার সবিস্তার বলা যাক। ডালাসের এই প্রেসিডেন্সিয়াল লিডারশিপ অনুষ্ঠানটি ছিল জর্জ ডব্লু বুশ প্রেসিডেন্সিয়াল সেন্টারে। সেখানে পাশাপাশি দুই প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং এইচ ডব্লিউ বুশের দু’টি মূর্তি রয়েছে। অনুষ্ঠান শেষে ওই দুই বুশ-মূর্তির মাঝে দাঁড়িয়ে নেহাত মজা করেই ছবিটা তোলেন বিল। তাঁর মিডিয়া সচিব অ্যাঞ্জেল উরেনা এই ছবিটা তুলে টুইটারে পোস্ট করেছিলেন। বিল ক্লিন্টন ছবিটার নীচে পোস্ট করেন, ‘‘নোট: মাপতে যাবেন না।’’
পোস্টের ২৪ ঘণ্টার মধ্যে ছবিটা ভাইরাল হয়ে গিয়েছে। ৪০ হাজার লাইক আর ৯ হাজার রিটুইট হয়েছে ছবিটি। ছবিটা ঘিরে টুইটারে এখন কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, ‘বিল ক্লিন্টন সব সময়ই বুশের মাঝে পিষ্ট হন।’ কারও আবার মত, বিল ক্লিন্টনের ‘বুশের মাঝে আমার জীবন’ নিয়ে একটি বই লেখা উচিত।
ছবিটা ভাইরাল হয়ে যাওয়ার পিছনে অবশ্য আর একটা কারণও রয়েছে। যে সিক্যুয়েন্সে ছবিটা তোলা হয়েছে তার সঙ্গে বাস্তবেরও মিল রয়েছে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে বিল ক্লিন্টনের (১৯৯৩-২০০১) পূর্বসূরি ছিলেন এইচ ডব্লু বুশ (১৯৮৯-১৯৯৩) এবং উত্তরসূরি ছিলেন জর্জ বুশ (২০০১-২০০৯)। আর ছবিতে এই অর্ডারটা বজায় রেখেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, প্রথমে রয়েছে জর্জ বুশ, তাঁর পিছনে বিল ক্লিন্টন এবং সব শেষে এইচ ডব্লু বুশ।-আনন্দবাজার
এমটিনিউজ২৪/টিটি/পিএস