বুধবার, ১৯ জুলাই, ২০১৭, ০৯:২৯:৫৩

মাটির নিচে আস্ত একটা গ্রাম! দিব্যি চলছে জীবনযাত্রা

মাটির নিচে আস্ত একটা গ্রাম! দিব্যি চলছে জীবনযাত্রা

এক্সক্লুসিভ ডেস্ক: পশ্চিম অস্ট্রেলিয়ার কুবার পিডি। একটা আস্ত গ্রাম গড়ে উঠেছে মাটির তলায়। চমকে দেওয়ার মতোই এখানকার বাড়িঘর। এখানকার মানুষের জীবন চলছে মাটির তলায় থেকেই। আর যেমন তেমন করে নয়। রীতিমতো বিলাসবহুল ব্যাপারস্যাপার সেখানে। স্বাভাবিকভাবেই কুবার পিডি হয়ে উঠেছে অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল।

ওপর থেকে দেখতে আপাত দৃষ্টিতে বাড়িগুলো বেশ সাধারণ। কিন্তু ভিতরে প্রবেশ করলেই চক্ষু ছানাবড়া হতে বাধ্য আপনার। যে কোনও বড় হোটেলকে টেক্কা দিতে পারে এই গ্রামের বাড়িগুলো।

কুবার পিডি মূলত বিখ্যাত একানকার হোম ট্যুরিজমের জন্য। মাটির তলায় রাত্রি বাস করার অভিজ্ঞতা পেতে চান সব পর্যটকই। তাই ভিড় লেগেই থাকে এখানে। তবে বিনা অনুমতিতে এখানে প্রবেশ একেবারেই নিষিদ্ধ।-সংবাদ প্রতিদিন
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে