এক্সক্লুসিভ ডেস্ক : সবাই হতবাক! রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দ শপথ নেওয়ার ১ মিনিটের মধ্যে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা? ১ মিনিটে ৩.২৫ মিলিয়ন! রাষ্ট্রপতির টুইটার অ্যাকাউন্টে! এই ঘটনা সাক্ষী গোটা নেট দুনিয়া।
ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পর এক মিনিটও কাটল না, ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ রামনাথ কোবিন্দের টুইটার অ্যাকাউন্টে (@rashtrapatibhvn) ফলোয়ারের সংখ্যা যোগ হল ৩.২৫ মিলিয়ন।
স্বয়ং প্রধানমন্ত্রী মোদি এবং তার ক্যাবিনেটের অধিকাংশ মন্ত্রী উল্লেখযোগ্য হারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিকে ব্যবহার করেন। নরেন্দ্র মোদি তো রীতিমতো ভার্চুয়াল জনপ্রিয়তায় টেক্কা দেন বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের।
পাশাপাশি সামাজিক মাধ্যম এবং বিশেষত টুইটারকে ব্যবহার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ যেভাবে ভারতের ও অন্য দেশের জনসাধারণের কাছের মানুষ হয়ে উঠেছেন তা বহুবার প্রশংসিত হয়েছে।
এবার সেই ডিজিটাল যোগাযোগের সরণিতে আগমন ঘটল ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ওয়াকিবহাল মহল বলছে, এক মিনিটে ৩.২৫ মিলিয়ন ফলোয়ার যোগ করে শুরুটা একেবারো প্রেসিডেন্ট সুলভ করেছেন তিনি। এখন পুরো ইনিংসটা কেমন হয় সেটাই দেখার!
এমটিনিউজ/এসএস