বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ০৯:০৭:৪৯

দুবাইয়ের রাস্তায় যে অবাক কাণ্ড ঘটালেন যুবক

দুবাইয়ের রাস্তায় যে অবাক কাণ্ড ঘটালেন যুবক

এক্সক্লুসিভ ডেস্ক : নীল জলরাশি আর ধু ধু মরুভূমি দেশ আরব আমিরাত। সেখানে তাপমাত্রা উঠতে উঠতে পারদ ছুঁয়েছে ৫০ ডিগ্রি। পুড়ছে গোটা দুবাই। প্রবল গরমে নাভিশ্বাস উঠেছে। তেতে রয়েছে চারদিক।

পিচ রাস্তা এতই গরম হয়ে উঠেছে যে, আগুন ছাড়া খালি রাস্তার উপরই ফ্রাইয়িং প্যানে তৈরি হয়ে যাচ্ছে ওমলেট। হ্যাঁ ঠিকই শুনেছেন চুলা ধরিয়ে কাঠ বা গ্যাস ব্যায় করা লাগছে না। সূর্যের তাপেই হয়ে যাচ্ছে।

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। ২৪ ঘণ্টায় ভিডিওটি ভিউ হয়েছে ৩০ হাজারেরও বেশি বার। ভিডিওটিতে দাবি করা হয়েছে, খোলা রাস্তার উপর মাত্র ১০ মিনিট রেখে দেওয়া হয়েছিল ফ্রাইয়িং প্যানটি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে