মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৪:২৩

৭৫০ কোটি রুপিতে মহারাজার বাড়ি

৭৫০ কোটি রুপিতে মহারাজার বাড়ি

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের ইতিহাসে সবচেয়ে মূল্যবান বাড়ি, যার দাম ৭৫০ কোটি রুপি।  মুম্বাইয়ে এক সাবেক মহারাজার বাড়ি ৭৫০ কোটি রুপিতে বিক্রি হলো।  মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এমিরেটস ডটকম।

প্রতিবেদনে বলা হয়, সমুদ্রতীরবর্তী বাড়িটি ১৯৫৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।  পরে এর নামকরণ হয় লিঙ্কন হাউস।  দূতাবাস সম্প্রতি অন্যত্র স্থানান্তরিত হলে বাড়িটি বিক্রির জন্য চার বছর আগে বাজারে তোলা হয়।  বাড়িটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয় করেছেন সাইরুস পুনওয়ালা নামে এক ধনকুবের।

সাইরুস পুনওয়ালা ভারতের অন্যতম ধনী।  তিনি বলেন, ভারতীয় ঐতিহ্য ধরে রাখায় বাড়িটির নিরাপত্তা নিশ্চিত করা হবে।  রিয়েল এস্টেট গ্রুপের দিক থেকেও বাড়িটি পুনঃসংস্কারে খুব একটা অনুমতি মেলেনি।  তাই বাড়িটি অক্ষত রাখার চেষ্টা করা হবে।

তবে এ বাড়িতে এখনই উঠতে পারছেন না পুনওয়ালা পরিবার।  কি কারণে বাড়িতে উঠতে পারছেন না সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি বাড়ি বিক্রি করা প্রতিষ্ঠান ডিটিজেড।

গত সপ্তাহে শিল্পপতি কুমার মঙ্গলাম বিরলা বলেছেন, তার পরিবার দক্ষিণ মুম্বাইয়ে আরেকটি বাংলো কিনেছে।  ওই বাড়িটির দাম ৩৯০ কোটি রুপি।

বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত বাড়িটিও মুম্বাইয়ের।  অন্তিলার ২৭ ফ্লোর বিশিষ্ট বাড়িটি ভারতের বিশিষ্ট ধনকুবের মুখেশ আম্বানির।
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে