বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭, ০৩:০২:২০

একনজরে দেখে নিন, বাংলাদেশের নায়িকাদের কার কত আয়

একনজরে দেখে নিন, বাংলাদেশের নায়িকাদের কার কত আয়

বিনোদন ডেস্ক: মেয়েদের কাছে বয়স জানতে চাইলে যেমন তারা বিব্রত হয় ঠিক তেমনি অভিনয়শিল্পীরা পারিশ্রমিকের কথায় সংকোচবোধ করেন। এটি যেন নিয়মে পরিণত হয়েছে। তাদের কথায় আয়ের বিষয়টি না জানানোর কারণ অনেক। তাই প্রযোজক-পরিচালক আর বেশ কয়েকটি সূত্রের সঙ্গে আলাপ করে চলচ্চিত্রের নায়িকাদের আয়ের একটি চিত্র তুলে ধরা হলো:

ববি
২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে বড় পর্দায় আসেন ববি। প্রথম ছবিতে দুই লাখ টাকা পারিশ্রমিক নিলেও এখন তিনি ছয় লাখ টাকা পর্যন্ত দর অব্যাহত রেখেছেন।

মাহিয়া মাহি
২০১২ সালে দেড় লাখ টাকা পারিশ্রমিক দিয়ে বড় পর্দায় মাহির যাত্রা শুরু হয়। প্রথম ছবিতেই দর্শক গ্রহণযোগ্যতা পেয়ে যাওয়ার পর এই অঙ্ক পাঁচ থেকে আট লাখ টাকায় ওঠানামা করছে।

পরীমণি
‘ভালোবাসা সীমাহীন’ পরীমণির প্রথম ছবি। এ ছবিতে দুই লাখ টাকা পারিশ্রমিক পান তিনি। এরপর চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ছবি প্রতি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। আর সাম্প্রতিক সময়ে যৌথ প্রযোজনার ‘রক্ত’ ছবির জন্য তিনি ১০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে একটি সূত্রের দাবি।

মৌসুমী
নব্বই দশকে চলচ্চিত্রে আসা জনপ্রিয় নায়িকা মৌসুমী এখনো অভিনয় করছেন। তবে তিনি নায়িকা নন, চরিত্রাভিনেত্রী হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি ছবি প্রতি পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন।

পূর্ণিমা
পূর্ণিমা বেশ কয়েক বছর ধরে বড় পর্দা থেকে দূরে আছেন। সর্বশেষ ছবি প্রতি তিনি পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন।

নুসরাত ফারিয়া
চলচ্চিত্রে নতুন হলেও পারিশ্রমিকের দিক দিয়ে শীর্ষে রয়েছেন তিনি। শুরু থেকেই ছবি প্রতি ৮ থেকে ১০ লাখ টাকা পারিশ্রমিকে কাজ করছেন তিনি।

জলি
চলচ্চিত্রের নতুন নায়িকা জলি তার প্রথম ছবি অঙ্গারে পারিশ্রমিক নেন তিন লাখ টাকা। দ্বিতীয় ছবি ‘নিয়তি’তে অবশ্য এই অঙ্ক বেড়ে ৪ লাখে উঠেছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে