এক্সক্লুসিভ ডেস্ক : ২০১৫-'১৬ সালে পৃথিবীর উষ্ণতার রেকর্ড গড়তে পারে বলে সতর্ক করল ব্রিটেনের আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের ধারণা, চলতি বছর এবং আগামী বছরে বিশ্বের গড় তাপমাত্রা পেছনের সব রেকর্ডকে ভেঙে দিতে পারে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর দেয়া হয়েছে।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পৃথিবীর ভূ-পৃষ্ঠের তাপমাত্রা ভয়ানক হারে বেড়ে গেছে। প্রায় রেকর্ড তাপমাত্রার কাছাকাছিই রয়েছে। এটা কমার কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে না। গত বছর প্রায় সব রেকর্ড ভেঙে বিশ্বের উষ্ণতম বছরের তকমা পেয়েছিল। এ বছরও তার অন্যথা হবে বলে জানিয়েছেন তারা।
এল নিনো এবং প্রশান্ত মহাসাগরীয় ও অাটলান্টিক মহাসাগরীয় অসিলেশনের প্রক্রিয়া চলছে। ফলে তাপমাত্রার রেকর্ড নিত্যনতুন নজির গড়ছে।
আবহাওয়াবিদ অধ্যাপক স্টিফেন বেলচারের মতে, আগামী বছরেও এর কোনো অন্যথা হবে না। একই রকম উষ্ণ থাকবে। এটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে, পৃথিবীর আবহাওয়া ক্রমাগত পাল্টাচ্ছে।
আমরা এ ব্যাপারে এখনো সিদ্ধান্তে আসতে পারিনি যে, আগামী বছরের পর এই উষ্ণতা খানিকটা কমবে কিনা।
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম