শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭, ১১:১৮:১০

যে বিষয়গুলো ভুলেও ফেসবুকে পোস্ট করবেন না!

যে বিষয়গুলো ভুলেও ফেসবুকে পোস্ট করবেন না!

এক্সক্লুসিভ ডেস্ক : নতুন গাড়ি বা বাড়ি কিনে ফেসবুকে সেই ছবি আপলোড করেছেন? অথবা পাঁচতারা হোটেলে ডিনার করার ছবি বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন? অনেক লাইক, ভাল ভাল কমেন্টও পেয়েছেন। নিশ্চয়ই তাতে মুখের হাসি চওড়াও হয়েছে। সাবধান। বিপদে পড়তে বেশি সময় লাগবে না। মনে রাখবেন, আপনি কিন্তু সবসময় নজরে রয়েছেন।

শুধু ফেসবুক নয়। ইনস্টাগ্রাম-সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় নজর রাখছে আয়কর দপ্তর। ফেসবুকে কোনও ব্যক্তির প্রোফাইল দেখে দপ্তর আন্দাজ করছে, তিনি কীরকম খরচ করছেন, কেনাকাটায় কত টাকা ব্যয় করছেন ইত্যাদি ইত্যাদি। সরকারের বক্তব্য, এই নজরদারির মধ্যে দিয়েই কোনও ব্যক্তির আয় ও তার খরচের মধ্যে তফাত চোখে পড়তে পারে। আর সেই সূত্র ধরেই বেরিয়ে আসবে তিনি আয়করে ফাঁকি দিচ্ছেন কিনা।

সোশ্যাল মিডিয়ায় নজরদারির এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ইনসাইট।’ রিপোর্টে বলা হয়েছে, প্রজেক্ট ইনসাইট-এর মাধ্যমে বিপুল সংখ্যক বায়োমেট্রিক পরিচয়ের ডেটাবেস পাওয়া সম্ভব হবে। যার ফলে আরও বেশি সংখ্যক ভারতীয়কে করের আওতায় আনা যাবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে