শনিবার, ২৯ জুলাই, ২০১৭, ০৯:১০:২৫

বাইবেলের একটি ঐতিহাসিক সত্যকে মিথ্যা প্রমাণ করলেন বিজ্ঞানীরা

বাইবেলের একটি ঐতিহাসিক সত্যকে মিথ্যা প্রমাণ করলেন বিজ্ঞানীরা

কামরুল আহসান : বাইবেলের বর্ণনা মতে, কেনানদেশের অধিবাসীদের ঈশ্বর নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। তাদের আর কোনো অস্তিÍত্ব ছিল না পৃথিবীতে। কিন্তু, সাম্প্রতিক সময়ের একদল বিজ্ঞানী প্রমাণ করলেন, কেনানবাসীরা বিলুপ্ত হয়ে যায়নি। ৯০ শতাংশ লেবানিজই তাদের বংশোদ্ভূত।

ইউরোপীয় ঐতিহাসিকদের মতে, আজ থেকে ৩-৪ হাজার বছর আগে কেনানীয়দের অস্তিত্ব ছিল ইসরায়েল, লেবানন এবং সিরিয়া অঞ্চলের আশেপাশে। ইহুদিদের সঙ্গে সংঘাতের জের ধরে ঈশ্বর তাদের নিশ্চিহ্ন করে দেন। কিন্তু, মানুষের জিন নিয়ে কাজ করে এমন একদল আমেরিকান গবেষক ডিএনএস পরীক্ষা করে জানালেন, লেবাননের বর্তমান অধিবাসীদের ৯০ শতাংশই তাদের বংশোদ্ভূত। সুতরাং, বাইবেলের ঐতিহাসিক সত্যের কোনো ভিত্তি নেই।

গবেষকদের একজন ড. মার্ক হাবার। তিনি বলছেন যে, ‘বর্তমান সময়ের লেবানিজরা সরাসরি কেনান দেশীয়দেরই বংশোদ্ভূত। তবে তাদের কারো কারো পূর্বপুরুষদের মধ্যে ইউরেশিয়ানদের মিশ্রণ আছে। আসিরিয়, পারস্য, মেসোডোনিয়ার সভ্যতার সংস্পর্শও তাদের গায়ে লেগেছে। তবে তাদের মূল পূর্ব পুরুষ কেনানদেশীয়রাই।’

জেনসিস অনুযায়ী, কেনানের অভিশপ্ত জনগোষ্ঠীকে ঈশ্বর সরাসরি আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিলেন।-ইন্ডিপেন্ডেট
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে