শনিবার, ২৯ জুলাই, ২০১৭, ০২:৪২:৩৮

এক ভিসায় ঘুরে আসুন ২৬ টি দেশ!

 এক ভিসায় ঘুরে আসুন ২৬ টি দেশ!

ড. জিনিয়া রহমান: এক ভিসায় ঘুরতে পারব ২৬ টি দেশ!!!!!!! কিভাবে সেটা সম্ভব????? হ্যাঁ এই অসম্ভব কে সম্ভব করতেই ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে কয়েকটি ইউরোপীয় দেশ। ইউরোপীয় দেশগুলোকে নিয়ে একটি একীভূত অঞ্চল তৈরি করে সেই দেশগুলোর মধ্যে যাতায়াত সহজ করার লক্ষ্য নিয়ে সেই চুক্তির ধারাবাহিকতাতে সৃষ্টি হয়েছে সেনজেন এলাকা এবং সেনজেন ভিসা। ইউরোপের ২৬ টি দেশ এই সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত তাই সেনজেন ভিসা নিয়েই ৯০ দিনের জন্য আপনি বেড়াতে পারবেন সবগুলো দেশ। ভ্রমনপাগলদের জন্য  এ এক সুবর্ণ সুযোগ।

সেনজেন ভিসায় আপনি যে দেশ গুলো ঘুরতে পারবেন সেগুলো হল অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, লাতভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন এবং হাঙ্গেরি।

এই সবগুলো দেশেই বেড়ানো বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে সেনজেন ভিসা নিয়ে যেতে পারেন বাংলাদেশিরা। সেনজেন ভিসা নিয়ে সর্বোচ্চ ৯০ দিন ইউরোপে অবস্থান করা যায় এবং ভিসার মেয়াদ ছয় মাস।

ভিসার মেয়াদ থাকাকালীন সময়ে একই ভিসা ব্যবহার করে বারবার সেনজেন এলাকার দেশগুলোতে প্রবেশ করা যায় তবে সব মিলিয়ে ৯০ দিনের বেশি সেখানে অবস্থান করা যাবে না। নিয়ে নিন সেনজেন ভিসা আর সময় নিয়ে ঘুরে আসুন ইউরোপের অনেক গুলো দেশ।-প্রিয়.কম
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে